শনিবার, ১৮ এপ্রিল ২০২০

শশীভূষণে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২নারীসহ আহত -৫

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষের হামলায় ২নারীসহ আহত -৫
শনিবার, ১৮ এপ্রিল ২০২০



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে পুকরে মাছ ধরতে গিয়ে প্রতিপক্ষ আবদুর রব গংদের হামলায় একই পরিবারের ২নারীসহ পাঁচজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে জাহানপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হোসেন মেস্তুরী বাড়িতে এঘটনা ঘটে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। আহতরা হলেন মো. আলমগীর ,জাহাঙ্গীর হোসেন,আমেনা, তাছনুর ও মিজান। এঘটনায় রেহানা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে শাহীনসহ ৫জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেছেন।
মামলার বিবরন এবং এলাকাসুত্রে জানাগেছে, বিধবা গৃহকর্তী রেহানা বেগম জাহাপুর মৌজায়, ৯৮নং জেএল ভুক্ত ১৫৯৩ নং খতিয়ানে ৮০ শতাংশ জমির বন্দোবস্ত সুত্রে মালিক ও দখল বিদ্যামান আছেন। উক্ত জমির মধ্যে পুকুর ও বাড়ি বিদ্যমান। প্রতিপক্ষ আবদুর রব উক্ত জমির পাশে তাদের ঘর উত্তোলন পূর্বক পুকুরটি অবৈধ দখলে নেয়ার পায়তারায় লিপ্ত রয়েছেন। ঘটনার দিন বিধবা রেহানার স্বজনরা  পুকুরে মাছ ধরতে নামলে প্রতিপক্ষ আবদুর রব, তার ভাগিনা শাহিন, ভগ্নিপতি আবুল ফারহা, ছেলে শিহান ও রায়হান বিধবা রেহানার স্বজন মো. আলমগীর ,জাহাঙ্গীর হোসেন,আমেনা, তাছনুর ও মিজানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে।
অভিযোগের বিষয়ে প্রতিপক্ষ আবদুর রব বলেন, তারা আমাদেরকে না জানিয়ে মাছ ধরায় আমরা বাঁধা দিয়েছি। এতে দু’পক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটেছে।
শশীভূষণ থানার ওসি মো.মনিরুল ইসলাম জানান, এঘটনায় রেহানা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়া প্রতিপক্ষ আবদুর রবও লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগটি তদন্তনাধীন আছে।

বাংলাদেশ সময়: ১৯:১৫:৪৪   ২০১ বার পঠিত  |