ভোলায় ইলিশ ধরার অপরাধে গত দুই দিনের অভিযানে ৩৯ জেলের জেল জরিমানা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ইলিশ ধরার অপরাধে গত দুই দিনের অভিযানে ৩৯ জেলের জেল জরিমানা
মঙ্গলবার, ৩ মার্চ ২০২০



---ছোটন সাহা ॥ভোলাবাণী।।বিশেষ প্রতিনিধি।।ভোলায় ইলিশ ধরার অপরাধে গত দুই দিনের অভিযানে ৩৯ জেলের জেল জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ৩৩ জনের এক বছর করে কারাদন্ড ও ৬ জনের জরিমানা করা হয়েছে। ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞা সময়ে মৎস্য বিভাগের অভিযানে সোমবার (২ মার্চ) বিকাল পর্যন্ত আটক এসব জেলের জেল জরিমানা করা হয়।
যাদের মধ্যে ভোলা সদরে ২৭জন, চরফ্যাশনে ৬ জন ও দৌলতখানে ৫ জন রয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আটক জেলেদের জেল জরিমানা আদায় করেন। এছাড়াও সদর, চরফ্যাশনে ও দৌলতখানে বিপুল পরিমান জাল, মাছ ও ১৩টি ট্রলার জব্দ করা হয়েছে।

মৎস্য বিভাগ জানায়, ইলিশা অভিযানের প্রথম দিনেই ২৮ জনের জেল জরিমানা হয়েছে। দ্বিতীয় দিন সোমবার ১১ জেলের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ৫ হাজার হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের জেল দেয়া হয়েছে। এ অভিযানে ৪ হাজার কারেন্ট জাল, ৬০ কেজি ইলিশ ও ২টি নৌকা জব্দ করা হয়েছে। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম এ জেল জরিমানা করে।
দন্ডাপ্রাপ্তরা হলেন, সোহাগ, শাকিব, মাইনুদ্দিন, কবির, মনির, পারভেজ, ফারুক, নুরুন্নবী, সজিব, রাসেল ও মাসুম। তাদের বাড়ি দৌলতখান উপজেলার ভবানিপুর ইউনিয়নে।
ভোলা সদর মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের অভাশ্রমে ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম মেঘনা নদীতে অভিযানে নামে।
এ সময় ভোলার খাল পয়েন্ট থেকে ১১ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় ৪ হাজার মিটার জাল, নৌকা ও মাছ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত জেল-জরিমানা করেন। জব্দকৃত মাছ এতিম খানায় বিতরন করা হয়েছে এবং জাল আগুনে পুড়িয়ে নস্ট করে দেয়া হয়েছে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস মেঘনা ও তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা ইলিশের অভয়াশ্রম। ওই পয়েন্টে ইলিশ ধরা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ১৬:২০:১৯   ১৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে আরও ইউরোপীয় দেশ
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
ভোলায় ডিবির অভিযানে অস্ত্রসহ ৩ দস্যু আটক, অপহৃতরা উদ্ধার
গুজবে কেউ কান দেবেন নাঅটো চেয়ারম্যান হওয়ার দিন শেষ জনগনের ভোট লাগবে: মোহাম্মদ ইউনুছ
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়

আর্কাইভ