তজুমদ্দিনে ১৯ জেলের জেল জরিমানা

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে ১৯ জেলের জেল জরিমানা
রবিবার, ২৭ অক্টোবর ২০১৯



---হেলাল উদ্দিন ‍লিটন।। ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

তজুমদ্দিনের মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারের দায়ে ১৯ জেলেকে আটক করেছে প্রশাসন। এ সময় ৬ হাজার মিটার জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত ১২ জলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও অপ্রাপ্ত বয়সের ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, শনিবার দিনভর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমির হোসেনের নেতৃত্বে কোষ্টগার্ড মেঘনার বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করেন। এ সময় তজুমদ্দিন সংলগ্ন মেঘনার সিডার চর নামক এলাকায় মাছ ধরার সময় ১৯ জেলেসহ ৬ হাজার মিটার জাল ও ৩টি মাছ ধরার নৌকা আটক করে অভিযান পরিচালনাকারী প্রশাসন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনের ১৯৫০ এর ৫ ধারায় ১২ জলেকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও অপ্রাপ্ত বয়সের ৭ জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা প্রদান করেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, শাজাহান, ছালাউদ্দিন, জাকির, নাগর, আলমগীর, সোহরাব, আঃ মন্নান, ইব্রাহীম, জুয়েল, আঃ রহিম, রিয়াজ, আঃ আলীকে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। তাদের রবিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়। অপরদিকে অপ্রাপ্ত বয়সের জেলে সোহেল (১৬), হাসান (১৬), জিহাদ (১৪), তামজিদ (১১), মোঃ আবু ৯৫৫), জাবেদকে (১৬) ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আটক জেলেরা বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও মনপুরা উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২২:২৫:৪৮   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ