তজুমদ্দিনে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর উপর হামলা ॥ হাসপাতালে ভর্তি

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীর উপর হামলা ॥ হাসপাতালে ভর্তি
বুধবার, ১৬ অক্টোবর ২০১৯



তজুমদ্দিনে স্বামীর হামলায় আহত নারর্গিস বেগম হাসপাতালে ভর্তি। হেলাল উদ্দিন ‍লিটন।। ভোলাবাণী।।তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে স্বামীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়ায় ক্ষীপ্ত হয়ে স্ত্রীর উপর পাশবিক নির্যাতন চালিয়েছে পাষন্ড স্বামী। গুরুতর আহত অব¯’ায় ওই নারী তজুমদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সুত্রে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মোঃ কাজল মিয়ার মেয়ে নারর্গিস বেগমের সাথে এই এলাকার মোঃ মুসা খলিফার ছেলে মোঃ খলিল খলিফার সাথে ২৫ বছর পূর্বে বিবাহ হওয়ার পর থেকে ভালোই চলছিলো তাদের সংসার। কিš‘ গত ১ বছর যাবত খলিল খলিফা পাশ্ববর্তী চাঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের জনৈক নারীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পরেন। বিষয়টি জানাজানি হলে খলিলের স্ত্রী নারর্গিস বেগম প্রতিবাদ করায় শুরু হয় তার উপর পাশবিক নির্যাতন। গত মার্চ মাসে খলিল নারর্গিসকে বেদড়ক মারপিট করলে তাকে গুরুতর আহত অব¯’ায় প্রথমে তজুমদ্দিনে হাসপাতালে ভর্তি করেন। এ সময় তার অব¯’ার অবনতি হলে ভোলা প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিকালে পরকীয়ার বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে খলিল তার স্ত্রী নারর্গিস বেগমকে এলোপাতাড়ি মারপিট করেন। পরে ¯’ানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করেন। তার শরীরের বিভিন্ন ¯’ানে ফুলা জখমের চিহ্ন রয়েছে। এঘটনায় নারর্গিস বেগম তার উপর পাশবিক নির্যাতনের সুষ্ঠু বিচারদাবী করেন। বিষয়টি নিয়ে আইনগত ব্যব¯’া নেয়া হবে কিনা জানতে চাইলে তার বড় ছেলে মোঃ মনির হোসেন বলেন, মারপিটের কারণে আমার মায়ের শরীরের বিভিন্ন ¯’ানে জখম হয়েছে। তাই চিকিৎসা শেষে আমরা আইনগত ব্যব¯’া গ্রহণ করবো।

বাংলাদেশ সময়: ১৫:২৮:০৫   ৯৮৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ