শান্তিপূর্ণ পরিবেশে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।। মেয়র পদে নৌকা বিজয়ী

প্রথম পাতা » প্রধান সংবাদ » শান্তিপূর্ণ পরিবেশে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত।। মেয়র পদে নৌকা বিজয়ী
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯



শান্তিপূর্ণ পরিবেশে লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত মেয়র পদে নৌকা বিজয়ীশাহিন আলম মাকসুদ।।ভোলাবাণী।।লালমোহন প্রতিনিধি
লালমোহন পৌরসভা নির্বাচনে ২য় বারের মত হাজী হেদায়েতুল ইসলাম তুহিন নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায় ১২ টি কেন্দ্রে প্রাপ্ত তথ্য মতে নৌকা প্রতিকের প্রার্থী হাজী এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১৩৬৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতিকের সোহেল আজীজ শাহীন পেয়েছেন ২৩০৪ ভোট।
ইভিএম ব্যবহার করে প্রধম বারের মত দীর্ঘ ৯ বছর পর লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠ ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোলার লালমোহন পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৯ ও ১১ নং ওয়ার্ডে ইভিএম জটিলতায় ফলাফল প্রকাশে দেলী হয়। পরে ইভিএম ঠিক করে সন্ধ্যা পর্যন্ত ৯ও ১১ নং ওয়ার্ডে ভোট চলে। ইভিএম জটিলতা ছাড়া কোথাও কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। অত্যান্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পূর্ণ হয়েছে। সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট চলে।
ওয়ার্ড কাউন্সিলর হিসাবে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ড ফরহাদ হোসেন মেহের (বিনা প্রতিদ্বন্ধিতায়) , ২নং ওয়ার্ড হেলাল হাওলাদার, ৩নং ওয়ার্ড অহিদুজ্জামান মাস্টার, ৪নং ওয়ার্ড রায়হান মাসুম, ৫নং ওয়ার্ড ইমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ড জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী, ৭নং ওয়ার্ড শাহ মোহাম্মদ জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ড সাইফুল কবীর, ৯নং ওয়ার্ড আনোয়ার হোসেন হিরন হায়দার, ১০নং ওয়ার্ড সিরাজ মাতাব্বর, ১১নং ওয়ার্ড এহসানুল হক ফরিদ ১২নং ওয়ার্ড জসিম উদ্দিন ফরাজী। এছাড়া বিজয়ী সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর গণ হলেন ১,২,৩ নং ওয়ার্ডে মিসেস জান্নত বেগম ৪,৫,৬ নং ওয়ার্ডে মিসেস লুৎফা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে মিসেস দুলী বেগম ১০,১১,১২ নং ওয়ার্ডে ফেরদাউস বেগম।
উল্লেখ্য মোট ভোটার ছিল ১৯১০০ জন। পুরুষ ৯৭০৩ এবং মহিলা ৯৭৯৭ জন। মেয়র পদে ২জন সহ মোট প্রার্থী ছিল ৬২ জন।

বাংলাদেশ সময়: ২২:৫১:৪৫   ২২০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ