আবারও বিয়ে করলেন ‘দ্য রক’

প্রথম পাতা » প্রধান সংবাদ » আবারও বিয়ে করলেন ‘দ্য রক’
মঙ্গলবার, ২০ আগস্ট ২০১৯



---ভোলাবাণী বিনোদনঃ

আবারও বিয়ে করলেন রেসলিং তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসন। নতুন স্ত্রী ৩৪ বছর বয়সী গায়িকা, গীতিকার ও সংগীত প্রযোজক লরেন হাসিন। এর আগে ১৯৯৭ সালের ৩ মে ড্যানি গার্সিয়াকে বিয়ে করেন তিনি। এরপর ২০০১ সালে তাদের সংসারে জন্মনেয় মেয়ে সিমোন আলেক্সান্দ্রা। কিন্তু ২০০৭ সালের জুন মাসে ঘোষণা আসে যে তারা বিবাহবিচ্ছেদ করেছেন। এরপর রকের জীবনে আসে লরেন হাসিন। দীর্ঘদিনের সম্পর্ক শেষে চার হাত এক করলেন তারা।

বিয়ের পর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি ছবি প্রকাশ করেছেন ডোয়াইন জনসন। একই সঙ্গে তিনি লিখেছেন, ‘উই ডু।’ পাশে দিন–তারিখ আর স্থানও লিখেছেন ১৮ আগস্ট ২০১৯, হাওয়াই। আরো লিখেছেন, ‘আমাদের আশীর্বাদ করুন।’

ব্যক্তিগত জীবনে তিন সন্তানের বাবা ডোয়াইন জনসন।

বিয়ের আগে পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোয়াইন ‘দ্য রক’ জনসন বলেছেন, ‘খুব বেশি ভাগ্যবান হলেই কেবল লরেন হাসিনের মতো মানুষের সঙ্গে প্রেম করা যায়।’

মজার বিষয় হচ্ছে বিয়ের আগেই ২০১৬ সালে তাদের প্রথম সন্তান জেসমিন জন্ম নেয়। আর ২০১৮ সালে জন্ম নেয় এই জুটির দ্বিতীয় ও জনসনের তৃতীয় কন্যা টিয়ানা গিয়া।

---১৯৯১ সালে জনসন ছিলেন একজন সাধারণ মার্কিন তরুণ। ইউনিভার্সিটি অব মায়ামিতে পড়ার সময় মায়ামি হারিকেনস ফুটবল টিমের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতেন। এর পাঁচ বছর পর বদলে যায় তার জীবন। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালে ‘দ্য রক’ নামে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডব্লিউডব্লিউএফ, বর্তমানে ডব্লিউডব্লিউই) তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা অর্জন করেন। এরপর অভিনয়কে পেশা বানাতে নেন ছয় বছরের বিরতি।

২০১১ সালে আবারও ফিরে আসেন ডব্লিউডব্লিউইয়ের রিংয়ে, সেদিন হলভর্তি দর্শক চিৎকার করে কাঁপিয়ে দিয়েছিল স্টেডিয়াম, জানিয়ে দিয়েছিলে দ্য রককে নিয়ে তাদের উন্মাদনা। ২০১৪ সাল পর্যন্ত তাকে দেখা গেছে রেসলিংয়ের রিংয়ে। এ বছর আগস্ট মাসেই রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ১০ বারের এই বিশ্বচ্যাম্পিয়ন।

২০১৬ সালে ‘পিপল’ ম্যাগাজিনের মতে, বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ডোয়াইন ‘দ্য রক’ জনসন। সে বছর হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অভিনেতাও তিনি। টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ তারকার তালিকায় তিনি দুবার স্থান পেয়েছেন, ২০১৬ সালে ও ২০১৯ সালে। সূত্র: হলিউড

বাংলাদেশ সময়: ১৬:৩০:০৭   ২২৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ