নিম্নচাপের প্রভাবে মনপুরায় ৩৬০ মিটার বেড়ীবাঁধের ভাঙ্গন; ভেঙ্গে পড়েছে পাকা সড়ক

প্রথম পাতা » প্রধান সংবাদ » নিম্নচাপের প্রভাবে মনপুরায় ৩৬০ মিটার বেড়ীবাঁধের ভাঙ্গন; ভেঙ্গে পড়েছে পাকা সড়ক
শুক্রবার, ৯ আগস্ট ২০১৯



মনপুরায় রামনেওয়াজ মৎস্য ঘাট সংলগ্ন ও নদী তীর এলাকায় ৩৬০ মিটার এলাকায় ভাঙ্গন।মোঃ ছালাউদ্দিন, মনপুরা (ভোলা) সংবাদদাতা ॥

ভোলার মনপুরায় নিম্নচাপের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নদী তীর সংরক্ষন (ব্লক ড্যাম্পিং) এলাকার সংলগ্ন ৩৬০ মিটার বেড়ীবাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে।

এছাড়াও বেড়ীবাঁধের উপর নির্মিত পাকা সড়কটির একটি অংশ ভেঙ্গে পড়েছে। যে কোন সময়ে বেড়ীবাঁধটি ভেঙ্গে বির্স্তীণ এলাকা প্লাবিত হতে পারে। এতে পানিবন্দী হয়ে ঈদ উদযাপনের আশংকা করছেন স্থানীয় বাসিন্দারা।

মনপুরায় নি¤œচাপের প্রভাবেব অস্বাভাবিক জোয়ারে বেড়ীবাঁধের উপর নির্মিত পাকা সড়কের একটি অংশ ভেঙ্গে পড়েছে।এদিকে উপজেলার মূল ভূ-খন্ডের হাজিরহাট ইউনিয়নের দাসের হাট ও সোনারচর এলাকায় ২-৩ ফুট জোয়ারের পানিতে নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। অপরদিকে উপজেলার বিচ্ছিন্ন চর নিজাম ও কলাতলীর চর এলাকায় নিম্মাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার ভোর রাতে ও দিনের বেলার অস্বাভাবিক জোয়ারে উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামেনেওয়াজ মৎস্য ঘাট এলাকার ব্লক বাঁধ সংলগ্ন বেড়ীবাঁধের ভাঙ্গন দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দা, লিংকন, নাহিদ, শরীফ, আল-আমিনসহ অনেকে জানান, বেড়ীবাঁধটি ভেঙ্গে গেলে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়বে। এছাড়াও নদী তীর সংরক্ষণ প্রকল্পটির ব্যাপক ক্ষতি হবে।

এব্যাপারে পানি বোর্ড ডিভিশন-২ এর উপ-সহকারি প্রকৌশলী আবুল কালাম জানান, ভাঙ্গন কবলিত ৩৬০ মিটার বেড়ীবাঁধের সংস্কারের জন্য গত মাসে ইমারজেন্সী কাজ দেওয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়ার জন্য ঠিকাদার কাজ করতে সমস্যা হচ্ছে।তারপরও দ্রুত কাজ শেষ করতে বলা হয়েছে।

ঠিকাদার সাবেক ইউপি মেম্বার মিজান জানান, বৈরী আবাহাওয়া ও পাউবোর নতুন নিয়মে কাজ করতে সমস্যা হচ্ছে। এছাড়াও প্রকল্প এলাকায় মাটি ফেলা হলে তা জোয়ারে চলে যায়। এদিকে বালি পাওয়া না যাওয়ায় জিও ব্যাগের ড্যাম্পিং করা যাচ্ছে না।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ জানান, ক্ষতিগ্রস্থ এলাকায় দ্রুত কাজ করার জন্য পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৪:২৬   ২৬৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

আর্কাইভ