ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ৮ স্থানে ভাঙন; পরশুরাম-ফুলগাজী উপজেলার ১৩ গ্রাম প্লাবিত

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » ফেনীর মুহুরী নদীর বেড়িবাঁধের ৮ স্থানে ভাঙন; পরশুরাম-ফুলগাজী উপজেলার ১৩ গ্রাম প্লাবিত
বুধবার, ১০ জুলাই ২০১৯



---ভোলাবাণী ডেক্সঃ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পানির চাপ বাড়ায় মুহুরী নদীর বেড়িবাঁধের ৮ স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে পরশুরাম-ফুলগাজী উপজেলার কমপক্ষে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার বিকেল থেকে পরশুরামের উত্তর শালধরে মহসিন মেম্বার বাড়ি সংলগ্ন স্থানে ১টি, দুর্গাপুরে কালাম মেম্বারের বাড়ি সংলগ্ন ১টি, উত্তর ধনিকুন্ডা বদু মিয়ার বাড়ি সংলগ্ন, নোয়াপুর আলত মিয়ার বাড়ি সংলগ্ন ও ফুলগাজীর জয়পুর গ্রামে মুহুরী নদীর তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে গেছে বলে খবর পাওয়া গেছে।

এ কারণে শালধর, ধনিকুন্ডা, চিথলিয়া, রাজষপুর মালিপাথর, নিলক্ষী, দেড়পাড়া, জয়পুর, কিসমত ঘনিয়ামোড়া, দূর্গাপুর, রামপুর ও পশ্চিম ঘনিয়া মোড়াসহ ১৩টি গ্রাম প্লাবিত হয়েছে।

এছাড়া মুহুরী নদীর পানি গার্ড ওয়ালের ওপর দিয়ে প্রবেশ করায় ফুলগাজী বাজারের শতাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ উপজেলায়ও বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।

ফেনী-পরশুরাম সড়কের ফুলগাজী বাজার অংশে হাঁটু পানি থাকায় মঙ্গলবার রাত ৯টার পর থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেলুল কাদের জানান, প্রশাসনের পক্ষ থেকে ভাঙন কবলিত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে। সার্বক্ষণিক যোগাযোগের জন্য উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডর (পাউবো) নির্বাহী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. জহির উদ্দিন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সন্ধ্যা ৬টায় মুহুরী নদীর পানি বিপদ সীমার ১.৭০ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বাংলাদেশ সময়: ৯:৫২:৫৮   ১৯১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
জামিনে এসে বাদীর পরিবারে হামলা আগুন দিয়ে ঘর পোড়ানোর অভিযোগ
চরফ্যাশনে বিদ্যুৎ স্পৃস্টে শিশুর মৃত্যু
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব
ড্রেজারে সরকারি জলাশয়ের মাটি খনন ঝুঁকিতে মুজিব কিল্লা

আর্কাইভ