তজুমদ্দিনে ঘরবাড়ি থেকে উৎখাতের চেস্টায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে ঘরবাড়ি থেকে উৎখাতের চেস্টায় মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
রবিবার, ১৬ জুন ২০১৯



---তজুমদ্দিন প্রতিনিধি ॥ ভোলাবাণীঃ

ভোলার তজুমদ্দিনে বসবাড়ি থেকে উৎখাত করার চেষ্টায় মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার।

শনিবার বিকালে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে উপজেলার চাঁদপুন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আঃ রহিমের ছেলে মোঃ জয়নাল আবদীন লিখিত অভিযোগে জানান, একই বাড়ির প্রতিবেশী মৃত দীল মোহাম্মদের কাছ থেকে গত ২৮/১০/২০০৭ সালে সাব রেজিষ্ট্রি নং ৫২৬ দলিল মূলে দুই শতাংশ জমির মালিক হইয়া ভোগ দখল করিয়া আসিতেছি যার খতিয়ান নং ২২৩, দাগ নং ২৮৮৩,২৮৮৭, ২৮৮৮, ২৮৮৯,২৯০৬ এই জমিটুকু আমার বসঘর সংলগ্ন। আমার স্ত্রীসহ আমি চট্টগ্রাম কর্মরত আছি। ছেলেরাও বাড়িতে থাকে না। আমার এক মেয়ে ও ছেলের বউরা বাড়িতে অবস্থান করছে। এমতাবস্থায় ২শতাংশ জমি দাতার ছেলে কাঞ্চন ও তার স্বজনরা আমাকে বাড়ি থেকে উৎখাত ও বেদখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারা কারণে অকারণে আমাদের সাথে বিবাদে জড়িত হয়। আমার জায়গা থেকে নারিকেল, সুপারি, আম-কাঠালসহ বিভিন্ন ফল জোড়পূর্বক নিয়ে যায়। বাঁধা দিলে অকর্থ ভাষায় গালাগালি ও মারপিট এবং হুমকি ধামকি প্রদান করে।

গত ১৬ এপ্রিল ২০১৯ ইং তারিখে প্রতিপক্ষ মোঃ কাঞ্চন তার ছেলে মোঃ মিজান স্ত্রী রাশেদা বেগম মেয়ে সাহিদা ও মিজানের স্ত্রী জোসনাসহ ৭/৮ জন মিলে আমার জায়গা থেকে ফল ফলাদি নেয়ার সময় আমার মেয়ে তাছলিমা, আকলিমা ও রিমা বাঁধা দিয়ে তাদেরকে এলোপাতাড়ি মারপিট করলে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা চট্টগ্রাম থেকে থানায় গেলে মামলা গ্রহণ করা হয়নি। পরে আমার আদালতের আশ্রয় নেই। আথচয় আমি আমার স্ত্রী বাড়িতে না থাকা সত্ত্বেও আমাদের পরিবারকে উল্টো মামলা দিয়ে ফাঁসানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, বর্তমানে মামলা দিয়ে হয়রানি করে আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে জমি দখলের ষড়যন্ত্র করছে কাঞ্চন গংরা। আমার পরিবারকে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে ভয়ভীতির সৃষ্টি করছে। আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন, বর্তমানে নিরাপত্তহীনতায় রয়েছি।

এ ব্যাপারে জানার জন্য কাঞ্চনের কাছে ফোন দিলে তার ছেলে মিজান তার দাদার কাছ থেকে জমি কিনার কথা স্বীকার বলেন, আমরা তাদেরকে জমি কিনতে নিষেধ করেছি। আমার দাদার থেকে কিনে থাকলে তার কাছ থেকেই বুঝে নিতে বলেন। আর না হয় আমাদেরকে জমি ছেড়ে দিতে বলেন আমরা টাকা দিয়ে দিবো।

বাংলাদেশ সময়: ২০:৩০:৫৫   ১৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ