ভোলায় মেজর (অব.) হাফিজকে অবাঞ্চিত ঘোষনা

প্রথম পাতা » তজুমদ্দিন » ভোলায় মেজর (অব.) হাফিজকে অবাঞ্চিত ঘোষনা
বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭



---ভোলাবাণী : আগামী ১৮ ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে অবাঞ্চিত ঘোষনা করা হয়েছে। একই সাথে ১/১১ এর সময় কেন্দ্রীয় বিএনপির অফিস দখলকারি হাফিজের আতœীয় স্বনদের সমন্বেয় পকেট কমিটির মাধ্যমে জেলা সম্মেলন করা হলে ত্যাগী নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে করতে হবে বলে হুশিয়ারি করা হয়। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসকাবে এক সাংবাদিক সম্মেলন করে লালমোহন ও প্রস্তাবিত তজুমদ্দিন  উপজেলার বিএনপির নেতৃবৃন্দ এ ঘোষনা দেন। এতে করে ভোলায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রস্তাবিত নতুন কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিক সম্মেলনে তারা নিজেদের মূল ধারার বিএনপির নেতকর্মী উল্লেখ করে বলেন, বিএনপির নেতা মেজর হাফিজ সংস্কারবাদী নেতা। তার বির্তকিত কর্মকান্ডের জন্য ভয়ে গত ৬ বছর এলাকায় আসেনি। ১/১১ এর সময় কেন্দ্রীয় বিএনপি কার্যালয় দখলকারী তার আত্মীয় স্বজনদের নিয়ে এলাকার বাইরে বসে তজুমদ্দিন ও লালমোহন উপজেলা বিএনপির পকেট কমিটি গঠন করে। তাই ইতো পূর্বেও তাকে অবাঞ্চিত করা হয়। এসব কারনে তাদেরকে বহিস্কারেরও চেষ্টা করেন। মেজর হাফিজের এসব কর্মকান্ডের জন্য লালমোহনে প্রায় ৫০ ভাগ বিএনপির নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছে এবং তজুমদ্দিনের অনেক নেতাকর্মী এখন বিএনপিতে চলে গেছে। এ অবস্থায় হাফিজে সেই পকেট কমিটি নিয়ে আগামী ১৮ ফেব্রুয়ারী জেলা সম্মেলন করার চেষ্টা করলে তৃনমূল নেতা-কর্মীদের সাথে নিয়ে তা প্রতিহত করা হবে বলেও তিনি লিখিত বক্তব্যে উল্লেখ করেন।
তজুমদ্দিন উপজেলা বিএনপি নেতা নাসির উদ্দিন ভুট্টু বলেন, সংস্কারবাদী অবৈধ পকেট কমিটির ডেলিগেট দ্বারা জেলা বিএনপির সম্মেলন হতে পারে না। সম্মেলন হতে হলে তাদের রক্তের উপর দিয়ে সম্মেলন করতে হবে। প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে সংস্কারবাদী আর সুবিধাভোগীদের পকেট কমিটি নিয়ে জেলা কমিটি করার চেষ্টা করা হলে রক্তের বন্যা বইবে।
সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,লালমোহন উপজেলা বিএনপির প্রস্তাবিত কমিটির যুগ্ন সম্পাদক তোফায়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ মিয়া,আলাউদ্দিন প্রমুখ।

এ ব্যাপারে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন বলেন, তারা আওয়ামী লীগের বি টিম। তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় এসব কর্মকান্ড করছে এবং তাদেরকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে বলেও তিনি দাবী করেন। এ প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর জানান, লালমোহন তজুমদ্দিন উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মিটানোর অনেক চেষ্টা তিনি করেছেন। তিনি আরও জানান, মেজর হাফিজের করা উপজেলা কমিটি যেহেতু অনুমোদিত তাই ওই কমিটি বৈধ। বরং মোস্তাফিজুর রহমানদের কমিটি অনুমোদন করা হয়নি।

উল্লেখ্য,আগামী ১৮ ফেব্রুয়ারি ভোলা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অথিথি হিসাবে বিএনপির মহাসচিব র্মীজা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধান বক্তা হিসাবে (মেজর:) হাফিজ উদ্দিনের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ৯:৩২:২৪   ২৫৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন
তজুমদ্দিনে যুব উৎসব পালিত ॥

আর্কাইভ