লালমোহনে শিশু ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক গ্রেফতার

প্রথম পাতা » প্রধান সংবাদ » লালমোহনে শিশু ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে শিক্ষক গ্রেফতার
বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২



সালাম সেন্টু ।।ভোলাবাণী।।  লালমোহন  প্রতিনিধি ॥

 ভোলার লালমোহনে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন হেনস্তার অভিযোগে মোঃ তাজল ইসলাম (৫৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

---এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে লালমোহন পৌরশহর থেকে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়। মোঃ তাজল ইসলাম উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা ও স্থানীয় পশ্চিম রায়চাঁদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ভুক্তভোগী ছাত্রী ওই বিদ্যালয়েরই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা যায়, বুধবার দুপুরে বিদ্যালয় চলাকালীন সময়ে ওই ছাত্রী বাথরুমে যায়। এসময় ওই শিক্ষক সেখানে গিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। পরে বাড়ি এসে নিজের পরিবারকে বিষয়টি জানায় ওই ছাত্রী। পরে বুধবার রাতে ওই ছাত্রীর মা বাদি হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লালমোহন থানায় মামলা দায়ের করেন। মামলা নং: ২৫।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এনায়েত হোসেন বলেন, থানায় মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে মোঃ তাজল ইসলামকে গ্রেফতারপূর্বক  বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। একইসাথে ভুক্তভোগীর জবানবন্দি নিতে তাকেও বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

লালমোহন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জান মিলন জানান, এ বিষয়ে কেউ আমাকে কিছু জানায়নি, তাই সঠিকভাবে কিছু বলতে পারবো না।

তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে খবর নিয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 


বাংলাদেশ সময়: ১৭:১৪:২৬   ৯৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ