‘লালমোহন হা-মীম’ভোলা জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

প্রথম পাতা » প্রধান সংবাদ » ‘লালমোহন হা-মীম’ভোলা জেলার মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান
শুক্রবার, ১২ আগস্ট ২০২২



ভোলাবাণী।।লালমোহন  প্রতিনিধিঃ জাতীয় শিক্ষা সপ্তাহ-২২ এ ভোলা জেলায় মাধ্যমিক স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ।

মাধ্যমিকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের ক্রেষ্ট গ্রহন করছেন  লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুহুল আমিন।বৃহস্পতিবার সকালে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ প্রদান অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতিস্বরুপ হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পরিচালক ও লালমোহন প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধুরী।

এছাড়াও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের প্রতিযোগীতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতিস্বরুপ ক্রেস্ট ও সনদ পায় হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের পাঁচ শিক্ষার্থী।

বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেশণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশ স্টাডিজ বিষয়ে জেলায় প্রথম স্থান অর্জন করে হা-মীম রেসিঃ স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মোঃ শফিকুর রহমান ফারদিন এবং গণিত ও কম্পিউটার বিষয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দ্বাদশ শ্রেণির ছাত্রী আফরিন জাহান তানহা।

একইসাথে জাতীয় শিক্ষা সপ্তাহের নির্ধারিত বক্তৃতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় একাদশ শ্রেণির ছাত্রী তাসিন জাহান। ইংরেজি রচনা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম হোসেন তানহা ও বাংলা রচনা প্রতিযোগিতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয় তানহা আলম মম।
জেলা শিক্ষা অফিসার মাধবচন্দ্র দাসের সভাপতিত্বে ও গবেষণা কর্মকর্তা মোঃ নুরে আলম সিদ্দিকির সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমোহন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সালাম সেন্টুসহ জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ২০:১৫:১৭   ১০০ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ভোলার ৩ উপজেলায় ৩৮ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আর্কাইভ