

শনিবার ● ৩০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষনে ভাইরাল হওয়া সেই বৃদ্ধা ভিক্ষুকের পাশে দারালেল উপজেলা নির্বাহী অফিসার
শশীভূষনে ভাইরাল হওয়া সেই বৃদ্ধা ভিক্ষুকের পাশে দারালেল উপজেলা নির্বাহী অফিসার
এ.আর.রাসেল।।ভোলাবাণী
সম্প্রতি ভোলার শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খলিল মাঝি বাড়িতে আশ্রিত ৭০ বছরের বৃদ্ধা ভিক্ষুক ছোবুরা খাতুন ওরফে ছবি বেগমের মানবেতর জীবন শীর্ষক একটি ফেসবুক স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর উপজেলা সমাজসেবা অফিসার আল মামুন হোসেনের নজরে আসলে তিনি একটি ভয়স্ক ভাতা ও বৃদ্ধাশ্রমে দেওয়ার আশ্বাস দেন।
এবার স্বজনহারা সেই বৃদ্ধা ভিক্ষুক ছবির পাশে দাঁড়ালেন চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান রাহুল।
শুক্রবার বিকাল ৪ টায় সরোজমিনে এসে তিনি অসহায় এ বৃদ্ধা ভিক্ষুকের সার্বিক খোঁজ খবর নেন।পরে তাকে একটি হুইল চেয়ার,নগদ অর্থ,নতুন শাড়ি ও ঈদ সামগ্রী উপহার দেন।
তিনি বলেন অসহায় এ বৃদ্ধার যে কোন সমস্যা, বিপদে আপদে পাশে থাকব।এসময় উপজেলা সমাজ সেবা অফিসার আল মামুন হোসেন ও স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।