বরিশাল-ভোলা=ইলিশা টু মজুচৌধুরী লঞ্চ সার্ভিসের সময়সুচি

প্রথম পাতা » এক্সক্লুসিভ » বরিশাল-ভোলা=ইলিশা টু মজুচৌধুরী লঞ্চ সার্ভিসের সময়সুচি
মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১



ভোলাবাণী ডেক্সঃবর্তমান সময়ের ব্যস্ততম নৌ রুট হিসেবে ভোলা জেলার অন্তর্ভুক্ত ইলিশা ঘাট টি চলে এসেছে সকলের ফোকাসে। যার দরুন এই ঘাটকে লক্ষ্য করে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে বিভিন্ন ধরনের নৌযান। ঢাকার সাথে ডে সার্ভিস হতে শুরু করে বরিশাল কিংবা মজু চৌধুরীর হাট, বিভিন্ন রুটেই চলাচল করছে লঞ্চগুলো এই ইলিশা ঘাটকে টার্গেট করে।

বরিশাল-ভোলা=ইলিশা টু মজুচৌধুরী লঞ্চ সার্ভিসের সময়সুচিআসুন দেখে নেই ইলিশা (ভোলা) থেকে দৈনিক যে কয়টি রুটে লঞ্চ ছেড়ে যায় তাদের নাম ও সময়সূচী:


????বরিশাল-ইলিশা-মজুচৌধুরির হাট:


????বরিশাল থেকে:

⏯পারিজাত সকাল ৬ টায়।

⏯দোয়েল পাখি সকাল ৬টা ৪৫ টায়।


????ইলিশা থেকে আপ ট্রিপ:

⏯আটলান্টিক ক্রুজ ঘাট ত্যাগ করবে সকাল- ৭:০০ মিনিটে।

⏯এম ভি ফারহান-০ ত্যাগ করবে সকাল- ৮:০০ মিনিটে।

⏯এস টি খিজির ৫ ঘাট ত্যাগ করবে সকাল- ৮:৪৫ মিনিটে।

⏯পারিজাত ঘাট ত্যাগ করবে সকাল ৯:২০ মিনিটে।

⏯দোয়েল পাখি ঘাট করতে সকাল ১০:২০ মিনিটে।

⏯এস টি খিজির ৭ ঘাট ত্যাগ করবে সকাল ১১:০০ মিনিটে।


????মজুচৌধুরির হাট থেকে:


⏯ফারহান-০ ছাড়ে ভোর- ৫:৪৫ মিনিট এবং সকাল ১০:১৫ মিনিট।

⏯আটলান্টিক ক্রুজ ১১:০০ মিনিট।

⏯পারিজাত ১২:০০ মিনিট।

⏯দোয়েল পাখি ১২:৪০ মিনিট।

⏯এস টি খিজির ৫ ছাড়বে ২ টায়।


????ইলিশা থেকে বরিশাল এবং লক্ষ্মীপুর এর ডাউন ট্রিপ:


⏯এম ভি ফারহান-০ ঘাট ত্যাগ করে দুপুর- ২:৩০ (লক্ষ্মীপুর যাবে)।

⏯এম ভি দোয়েল পাখি ঘাট ত্যাগ করে দুপুর- ২:৩০ (বরিশাল যাবে)।

⏯এম ভি পারিজাত ঘাট ত্যাগ করে দুপুর- ১:২০ (বরিশাল যাবে)।

⏯এস টি খিজির-৭ ঘাট ত্যাগ করে দুপুর- ২:০০ (লক্ষ্মীপুর যাবে)।


????ঢাকা পর্যন্ত ডে সার্ভিস:


????ঢাকা থেকে আপ ট্রিপ সকালে:


⏯এম ভি গ্রীন লাইন-২ ঘাট ত্যাগ করে সকাল- ৮:৩০ মিনিটে।

⏯এম ভি কর্ণফুলী-১৪ ঘাট ত্যাগ করে সকাল- ৯:০০ মিনিটে।


????ইলিশা থেকে আপ ট্রিপ সকালে:


⏯এম ভি এডভেঞ্চার-৫ ঘাট ত্যাগ করে সকাল- ৮:০০ মিনিটে।


????ডাউন ট্রিপ ঢাকা থেকে বিকালে:


⏯এম ভি এডভেঞ্চার-৫ ঘাট ত্যাগ করে দুপুর- ২:৩০ মিনিটে।


????ইলিশা থেকে ডাউন ট্রিপ বিকালে:


⏯এম ভি গ্রীন লাইন-২ ঘাট ত্যাগ করে দুপুর- ২:৩০ মিনিটে।

⏯এম ভি কর্ণফুলী-১৪ ঘাট ত্যাগ করে দুপুর- ৩:০০ মিনিটে।


????ঢাকা-ইলিশা-দেওয়ানবাড়ি ঘাট:


????এ রুটের লঞ্চ সমূহের পরিচিতি:

১। এম ভি কর্ণফুলী-১ এবং ৩।

২। এম ভি সম্পদ।

৩। এম ভি পানামা।

৪। এম ভি টিপু।


????ঢাকা থেকে ডাউন ট্রিপ প্রতিদিন দুপুর- ৩:৩০ মিনিটে ঢাকা সদর ঘাট থেকে ছেড়ে আসে (রেগুলার)।


????দেওয়ানবাড়ি থেকে আপ ট্রিপ প্রতিদিন দুপুর- ৩:০০ মিনিটে ছেড়ে আসে (রেগুলার)।


????ভায়া ঘাট ইলিশা থেকে ছাড়ে প্রতিদিন সন্ধ্যা ৬:১০ মিনিটে (রেগুলার)।


????ঢাকা-হাতিয়া-(ভায়া ইলিশা লঞ্চ ঘাট)


????এ রুটের লঞ্চ সমূহের পরিচিত:

১। এম ভি তাসরিফ-১ এবং ২।

২। এম ভি ফারহান- ৩ এবং ৪।


????ঢাকা থেকে ডাউন ট্রিপে ছাড়ে হাতিয়ার উদ্দেশ্য: (ভায়া ইলিশা)


⏯এম ভি তাসরিফ- ১/২ ঘাট ত্যাগ করে সন্ধ্যা- ৬:৩০ মিনিটে।

⏯এম ভি ফারহান- ৩/৪ ঘাট ত্যাগ করে বিকাল- ৫:৩০ মিনিটে।


????আপ ট্রিপে ইলিশা থেকে ঢাকা অভিমুখে: (হাতিয়া থেকে এসে পৌছায়)

⏯এম ভি তাসরিফ- ১/২ সন্ধ্যা- ৭:০০ মিনিটে।

⏯এম ভি ফারহান- ৩/৪ সন্ধ্যা- ৭:০০ মিনিটে

বাংলাদেশ সময়: ১০:০৪:১৪   ৩৩৩৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

এক্সক্লুসিভ’র আরও খবর


বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুর রউফ’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ
ভোলায় রমজান উপলক্ষে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন
দাম অযৌক্তিক বলছেন বাজার সংশ্লিষ্টরাভোলায় ভরা মৌসুমেও কমেনি সবজির দাম: লাগামহীন দামে দিশেহারা ক্রেতা
ভোলায় শৈত্যপ্রবাহে হাঁড় কাঁপানো শীতে জনজীবন বিপন্ন
ভোলায় রাতের আঁধারে কম্বল হাতে মানুষের দ্বারে জেলা প্রশাসক
মনপুরায় বিষধর রাসেল ভাইপার উদ্ধার।।বনে অবমুক্ত
হোগলা পাতায় ভাগ্য বদলের সংগ্রাম শত নারী”র
ভোলায় ২দিন ব্যাপী জেলা সাহিত্য মেলার উদ্বোধন
কমে গেল আলুর দামভোলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মাঠে নামলো উপজেলা প্রশাসন।
নকল পণ্য ঠেকাতে সাইফুলেরে উদ্ভাবন

আর্কাইভ