ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ১২’শ পরিবার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ১২’শ পরিবার
বুধবার, ২২ মার্চ ২০২৩



ছোটন সাহা।। ভোলাবাণী।। ভোলায় চতুর্থ পর্যায়ে প্রধামন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন আরও ১২’শ টি পরিবার। উদ্বধনের পর ভূমিহীনদেন হাতে এসব ঘর তুলেন দেন জেলা প্রশাসক। নতুন ঘর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভূমিহীনরা।

ভোলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল  আরও ১২’শ  পরিবার

অনেকেই আবার আনন্দে কান্নায় পড়েন। ঘর পেয়ে ধন্যবাদ জানান প্রধামন্ত্রীকে। এ সমস্ত পরিবারগুলো আগে থাকতে অন্যের জমিতে। এখন মাথা গোজার ঠাই পেয়েছেন।
ধনিয়া ইউনিয়নের জয়নাল হোসেন। টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা করাতে গিয়ে সব হারিয়েছেন। পঙ্গুত্ব বরন করে অভাব অনাটনে দিন কাটছিলো তার। স্ত্রী অন্যের কাছ থেকে সাহায্য তুলে সংসার চালাতেন। এখন প্রধানমন্ত্রীর ঘর পেয়ে পাল্টে গেছে তার জীবন। আনন্দ প্রকাশ করেন তিনি।
পঙ্গু জয়নাল হোসেন বলেন, দুই ও চার ছেলে নিয়ে খুব কষ্টে দিন কাটিয়েছি। স্ত্রী ঝাড়ুর কাজ করতে যা পেত তা দিয়েই সংসার চালাতো। এখন একটি মাথা গোজার ঠাই হয়েছে। আমি অনেক খুশি।
কাচিয়া ইউনিয়নের পরানগঞ্জ এলাকার আঃ রব। স্ত্রী আয়েশা বেতমে নিয়ে এসছেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে।
তিনি বলেন, নদীতে সব নিয়ে গেছে। অন্যের জমিতে আশ্রিত ছিলাম। এথন নতুন ঘর পেয়েছি খুব ভালো লাগছে।

জয়নাল ও আঃ রবের মত অন্যদের জীবনের গল্প যেন একই। যারা নদী ভাঙ্গন সহ বিভিন্ন কারনে নিঃস্ব। ছিলনা মাথা গোজার ঠাই। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে ঠিকানা পেয়েছেন তারা। স্বপ্ন দেখছেন ঘুরে দাড়ানোর।
চতুর্থ ধাপে ভোলায় ১২’শ টি এবং সদরে আরও ৯০ টি পরিবার পেয়েছেন ঘর। এর মধ্যদিয়ে সদর উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত হল সদর উপজেল্। আশ্রায়নের ঘর পেয়ে তাদের জীবনমানের উন্নতি হচ্ছে বলে জানালেন সহকারি কমিশনার(ভূমি),মোঃ আলী সুজা। তিনি বলেন, ভূমিহীনরা নতুন ঘর পেয়ে অনেকটা খুশি।

ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ভোলার জেলা প্রশাসক তৌফিক ই-লাহী চৌধূরী, জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, জেলা আ’লীগের সভাপতি ফজলুল কাদেন মজনু, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, নজরুল ইসলাম গোলদার, উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারি কমিশনার মোঃ আলী সুজা, ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস প্রমুখ। উপস্থাটনা করেন তালকা তালুকদার বাধন।
উল্লোখ্য, জেলায় এ পর্যন্ত ৫ হাজার পরিবারকে ঘর দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৫২:৪২   ১০২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ