ভোলায় বিএনপির আনন্দ মিছিলে কর্মীর মৃত্যু

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বিএনপির আনন্দ মিছিলে কর্মীর মৃত্যু
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২



স্টাফ রিপোর্টার।।ভোলাবাণী।।  ভোলা  জেলা বিএনপির আনন্দ মিছিলে অংশ নিয়ে মো. হাসনাইন আহমেদ হাসান (৩০) নামে এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে।

ভোলায় বিএনপির আনন্দ মিছিলে কর্মীর মৃত্যুবৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

হাসান জেলার সদর উপজেলা উত্তর দিঘলদী ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড চর কুমারিয়া গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি কর্মী ছিলেন।

উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু বক্কর মোল্লা জানান, জেলা বিএনপির নতুন আহ্বায়ক ঘোষণা করায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। আনন্দ মিছিল শুরু হওয়ার আগে ১১টার দিকে হঠাৎ হৃদরোগ আক্রান্ত হন হাসান। পরে নেতাকর্মীরা দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

হাসানের ভগ্নীপতি রাসেল জানান, হাসান উত্তর দিঘলদী ইউনিয়নের বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। বিএনপির যেকোনো মিছিল মিটিংয়ে সে অংশগ্রহণ করত। গেল ৫ নভেম্বর বরিশালে বিএনপির মহাসমাবেশেও তিনি অংশগ্রহণ করেছিলেন। তাঁর দুই সন্তান রয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে বাড়ি থেকে বের হন। পরে দুপুর ১২টার দিকে তিনি খবর পান হাসান হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বাংলাদেশ সময়: ২০:২০:৩৩   ৫৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ