ভোলার বাজারে বিরল প্রজাতির পাখি মাছ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার বাজারে বিরল প্রজাতির পাখি মাছ
সোমবার, ৩০ আগস্ট ২০২১



বিশেষ প্রতিনিধি।।ভোলাবাণী ।।ভোলার চরফ্যাশন জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সাতটি পাখি মাছ। সোমবার (৩০ আগস্ট) সকালে চরফ্যাশনের সামরাজ মাছঘাট থেকে ভোলার শিবপুরের ভোলার খাল মাছঘাটে বিক্রির উদ্দেশ্য নিয়ে আসেন জাহাঙ্গীর মাঝি ।

মাছগুলোকে একনজর দেখার জন্য ভোলার খাল মাছঘাটে উৎসুক মানুষ ভিড় জমায়। পরে মাছগুলো ভাগ করে বিক্রি করা হয়।

ভোলায়  বিরল প্রজাতির পাখি মাছজাহাঙ্গীর মাঝি বলেন, রোববার (২৯ আগস্ট) রাতে বঙ্গোপসাগরের ড্রামবয়া এলাকায় জাল ফেললে অন্য মাছের সঙ্গে এই সাতটি পাখি মাছ জালে ধরা পড়ে। মাছগুলো শিবপুর এলাকার ভোলার খাল মাছ ঘাটে মো. খোরশেদ মিয়ার আড়তে ১৫ হাজার টাকা বিক্রি করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ৭টি মাছের মধ্যে দুটির ওজন ৩২ কেজি করে, তিনটির ওজন ২৪ কেজি করে এবং বাকি দুটির একটি ১৬ কেজি, অন্যটি ১২ কেজি।

ভোলার খাল মাছঘাটের আড়তদার খোরশেদ মিয়া বলেন, স্থানীয়দের মধ্যে এ মাছ খাওয়ার আগ্রহ কম থাকায় মাছগুলোকে কেটে ৪০০ টাকা ভাগে বিক্রি করা হয়েছে।

তবে ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জামাল হোসেন জানান, ভোলা জেলায় সাগর মোহনায় থাকায় এখানে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়। স্থানীয় জেলেরা এই মাছটিকে পাখি মাছ নামে চিনলেও এটির বৈজ্ঞানিক নাম সেইল ফিশ।

এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় থাকার বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০:১৯:৩৯   ৮৭ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ