শশীভূষণে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মাছের ঘেরের ব্যাপক ক্ষতি।।

প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » শশীভূষণে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মাছের ঘেরের ব্যাপক ক্ষতি।।
শনিবার, ৫ জুন ২০২১



এ. আর. রাসেল ।।ভোলাবানী।

ঘূণিঝড় ইয়াসে ভোলার চরফ্যাসনে চরঅঞ্চল প্লাবিত হয়ে মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।প্রবল জোয়ারের চাপে প্লাবিত হয়ে উপজেলার কয়েক হাজার পুকুর ও মাছের ঘের ডুবে গেছে।সরেজমিনে দেখা যায় শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের জয়নাল আবদিন মাঝীর ৮০ শতাংশ জমিতে বিভিন্ন প্রজাতির চাষ করা  চিংড়ি ও পোনা সহ প্রায় ১ লক্ষ টাকার মাছ জোয়ারের পানির সাথে ভেসে গিয়েছে।

শশীভূষণে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মাছের ঘেরের ব্যাপক ক্ষতি।।

একই ক্ষতি হয়েছে মোঃ মন্নান হাওলাদারের ৩০০ শতাংশ খামারে প্রায় ৩ লক্ষ টাকার মাছ, মোঃ বেলাল মিশরির ৪০ শতাংশ খামারের ৫০ হাজার টাকার মাছ, মোঃ নিরব মাঝির ১২০ শতাংশ খামারের দেড় লক্ষ টাকার মাছ, মেজর মোস্তাফিজ আবাসিক এলাকার ১৬০ শতাংশ খামারের দেড় লক্ষ টাকার মাছ, কবি মাইকেল মধুসুদন দত্ত আবাসিক এলাকার ৩২০ শতাংশ খামারের তিন লক্ষ টাকার মাছ, সহ আরোও অনেকের পুকুরে জোয়ারের পানি প্রবেশ করে।ঘূর্নিঝড় বিষয় চরফ্যাসন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের তথ্যমতে, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৭-৮ ফুট উচ্চতায় পানি প্রবাহিত হয়। যার কারনে নির্মঅঞ্চল প্লাবিত হয়ে অগণিত পুকুর ও ঘেরের চাষ করা মাছ পানিতে ভেসে যায়। এর ফলে অনেকেরই ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে খুব শীঘ্র উপর মহলের কাছে পাঠানো হবে

জাহানপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ঘের মালিক মোঃ জয়নাল মাঝি বলেন, আমরা মাছ চাষে নির্ভরশীল। এবার ঘূণিঝড়ে আমাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জোয়ারের পানি ডুকে ঘেরের মাছ ভাসিয়ে নিয়েছে। আমার খামারে ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি ভোলা ৪-আসনের সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সাহায্যর আবেদন জানাচ্ছি।

চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত করার জন্য মৎস্য কর্মকর্তাকে বলা হয়েছে, তালিকা ফেলে জেলায় পাঠানো হবে।পরবর্তী নির্দেশনার পর ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক সাহায্য দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৩১:৫৬   ৬২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সর্বশেষ সংবাদ’র আরও খবর


ভোলার নৃত্যশিল্পী স্বস্তিকার জাতীয় প্রতিযোগীতায় অংশগ্রহন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥
লালমোহনে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময়
লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ

আর্কাইভ