সাকিব আল হাসান আউট সৌম ইন

প্রথম পাতা » খেলাধূলা » সাকিব আল হাসান আউট সৌম ইন
মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১



ভোলাবাণী ক্রীড়া ডেক্সঃ ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে খেলতে পারছেন না সাকিব আল হাসান। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার সৌম্য সরকার।

সৌম্য সরকার (বাঁয়ে) ও সাকিব আল হাসান। পুরোনো ছবি

আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার নিশ্চিত হয়ে যায় শেষ টেস্টে খেলছেন না সাকিব।মূলত বাম পাশের ঊরুতে চোট পাওয়া অলরাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। স্বাভাবিক হাঁটা-চলা করলেও ম্যাচ খেলার মতো ফিটনেস নেই তার। এজন্য ঢাকা টেস্টে সাকিবকে ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ।

এতেই টেস্ট দলের দরজা খুলে গেছে সৌম্যর। আগের দিন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছিলেন, সাকিবের বদলে কাউকে দলে ডাকা হবে না। তবে একদিন পরই বিসিবি নিশ্চিত করেছে, ঢাকা টেস্টের স্কোয়াডে যোগ করা হয়েছে সৌম্যকে।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে চোটে পড়েন সাকিব। ব্যাটিং করলেও দিনের শেষ ঘণ্টার মাঠে ছিলেন না তিনি। সে পর্যন্ত ৬ ওভারে ১৬ রান দিয়েছিলেন। এর আগে ব্যাট হাতে খেলেছিলেন ৬৮ রানের ইনিংস। এরপর আর মাঠে ফেরা হয়নি তার।

চলতি সিরিজে এবারই অবশ্য প্রথম চোটে পড়েননি, ক্যারিবিয়ানদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলার সময় কুঁচকিতে চোট পেয়েছিলেন সাকিব।

এদিকে পরিবারের পাশে থাকতে নিউজিল্যান্ড সফর থেকে ছুটির আবেদন করেছেন সাকিব। এর আগে ২০২১ সালের শুরুর দিনে সাকিব ও তার স্ত্রী শিশির সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, তাদের ঘরজুড়ে আসছে তৃতীয় সন্তান।

বাংলাদেশ সময়: ২২:১৯:২৪   ৬৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধূলা’র আরও খবর


আইপিএলে চতুর্থ দ্রুততম সেঞ্চুরিয়ান ট্রাভিস হেড
ভোলায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজতামিম-রিশাদ ঝড়ে টাইগারদের সিরিজ জয়
শান্তর সেঞ্চুরি ও মুশফিকের ব্যাটিং নৈপুর্নে সিরিজে এগিয়ে বাংলাদেশ
ভোলায় ক্ষুদে ফুটবলারদের সংবর্ধনা
মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে উদ্যোগে বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত ॥
বাংলাদেশ-শ্রীলংকা টি টুয়েন্টিছয় মেরে জয় এনে দিলেন শান্ত
মাহমুদউল্লাহ ও জাকেরের ঝড়ো ব্যাটিংয়েও জিততে পারলো না বাংলাদেশ
ভোলা সরকারি কলেজে আন্ত:কলেজ ক্রীড়া প্রতিযোগিতা বাচাই অনুষ্ঠিত
মেসির সঙ্গে খেলতে চান নেইমার

আর্কাইভ