শনিবার, ২৭ এপ্রিল ২০১৯

চরফ্যাশনে ২৮ দোকান ঘর দখলে নেয়ার চেষ্টা, ৮দিন পর ভেঙ্গে দেয়া হলো দখলকারীর তালা

প্রথম পাতা » প্রধান সংবাদ » চরফ্যাশনে ২৮ দোকান ঘর দখলে নেয়ার চেষ্টা, ৮দিন পর ভেঙ্গে দেয়া হলো দখলকারীর তালা
শনিবার, ২৭ এপ্রিল ২০১৯



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥

চরফ্যাশনের চেয়ারম্যান বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেওয়ার ৮দিন পর দখলকারীদের  তালা ভেঙ্গে দেয়া হয়েছে। শুক্রবার বিকেলে হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার এবং ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক কামাল হোসেন মজিব তালা ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দেন। ৮দিন বন্ধ থাকার পর ব্যবসা প্রতিষ্ঠানের দখল ফিরে পেয়ে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এজন্য তারা স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয় একাধিক সুত্রে জানাগেছে, জায়গাটি মুলত পানি উন্নয়ন বোর্ডের। ৩০/৩৫বছর আগে পার্শ্ববর্তী জমির মালিক বসু মাঝি পানি উন্নয়ন বোর্ডের উক্ত জায়গা  বিভিন্ন ব্যাক্তির নিকট কোন প্রকার দলিল দস্তাবেজ ছাড়া মৌখিক ভাবে পজেশন আকারে  বিক্রি করেন। ক্রেতারা তাতে ঘর উত্তোলন পূর্বক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ভাড়া দিয়ে আসছেন।

ফরিদ ও মনিরসহ বেশ কয়েকজন ভাড়াটিয়া ব্যবসায়ী বলেন, গত ১৮এপ্রিল রাতে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি গিয়াস উদ্দিন হাওলাদার তার লোকজন নিয়ে খেজুর গাছিয়া সড়কের পশ্চিম পাশের ২৮টি ঘরের মালিকানা দাবি করে তালা ঝুলিয়ে দেন এবং তাকে ঘর মালিক স্বিকার করতে বলেন । তার চাপের মুখে বিশ জন ব্যবসায়ী তাকে ঘর মালিক স্বিকার করে ষ্টাম্পে লিখিত দিলে তাদের ঘরের তালা খুলে দেয়া হয়। যারা তাকে মালিক স্বিকার করেননি তাদের ঘর তালাবদ্ধ রাখেন।

ব্যবসায়ী সবুজ, মনির ও শহিদ বলেন, গিয়াস উদ্দিন হাওলাদার ঘর মালিক স্বিকার করিয়ে আমাদের কাছ থেকে ষ্টাম্পে স্বাক্ষর এবং শহিদের নিকট থেকে পাঁচ হাজার টাকা ও মনিরের পিতা কাঞ্চন হাওলাদারের নিকট থেকে দশ হাজার টাকা নিয়ে তালা খুলে দিয়েছেন।

হাজারীগঞ্জ ইউপি চেয়ারম্যান মো.সেলিম হাওলাদার বলেন, গিয়াসউদ্দিন হাওলাদার তার লোকজন নিয়ে বাজারের ২৮টি  ব্যবসা প্রতিষ্ঠানে তালাবদ্ধ করে দেন। পরবর্তীতে যে সকল ব্যবসায়ীরা তার কথা অনুযায়ী তাকে ঘর মালিক স্বিকার করেছে তাদের ২০টি দোকান খুলে দিলেও যারা তাকে মালিক স্বিকার করেননি তাদের ৮টি দোকান তালাবদ্ধ রাখেন। ব্যবসায়ীরা বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে জানালে তার নির্দেশে  আমরা গিয়ে দখলকারীদের তালা ভেঙ্গে ব্যবসায়ীদেরকে বুঝিয়ে দিয়েছি।

খুলে দেয়া ৮টি ব্যবসা প্রতিষ্ঠান হলো জাহাঙ্গীর বস্ত্র বিতান, কাশেম ষ্টোর,তুহিন বস্ত্র বিতান,পাটোয়ারী ষ্টোর,ডিজিটাল ফার্মেসী,কহিনুর ষ্টোর,গজনবী সাইকেল গ্রেজ ও শিহাব মেডিকেল হল।

অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিন হাওলাদার মোবাইল ফোনে জানান, আমাদের পক্ষে রায় আছে, তাই আমরা তালা দিয়েছি। বিষয়টি স্থানীয় ভাবে ২/৩দিনের মধ্যে ফয়সালা হয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-২’র নির্বাহী প্রকৌশলী মো.কাউছার আলম জানান, ওই জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের নামে রেকর্ডকৃত। আমরা এগুলো উদ্ধারে আইনগত ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩২   ৬১৪ বার পঠিত  |