মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম

প্রথম পাতা » প্রধান সংবাদ » মেহেন্দিগঞ্জ আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম
মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯



---ভোলাবাণী বিভাগীয়ঃ

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য ও তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেনসহ তিন ছেলেকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা।

মুমূর্ষু অবস্থায় তিনজনকে শেবাচিম হাসপাতালে ও একজনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া ছেলের উপজেলা হাসপাতালের সামনের তাসলিমা মেডিকেল হলে ব্যাপক ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত ওমর হাওলাদার বলেন, একাধিক মামলার আসামি ও চিহ্নিত সন্ত্রাসী রফিক সিকদার ও তার সহযোগীরা দীর্ঘদিন থেকে তার কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করে আসছিলো। তাদের দাবিকৃত চাঁদার টাকা না দেয়ায় রোববার দুপুরে রফিক সিকদারের নেতৃত্বে তার সহযোগী রাসেল বেপারী, ভুট্টো, নজরুল সহ ২০/২৫ জন সন্ত্রাসী উপজেলা হাসপাতালের সামনের তাসলিমা মেডিকেল হলে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে তাকে মারধর করে।

খবর পেয়ে তার (ওমর) বাবা প্রবীণ আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন হাওলাদার, তার দুই ছেলে আকাশ হাওলাদার ও সাখাওয়াত হাওলাদার ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের চারজনকেই কুপিয়ে গুরুতর আহত করে।

হামলার ঘটনায় মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন খান তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্ড়ে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মেহেন্দিগঞ্জ থানার ওসি (তদন্ত) মজির রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। মামলা দায়েরের পর হামলাকারীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১০:৫৭:২১   ২২৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ