বুধবার, ৩ এপ্রিল ২০১৯

সরকারি খাল দখলের দায়ে ভোলায় ৪ জনের কারাদন্ড

প্রথম পাতা » প্রধান সংবাদ » সরকারি খাল দখলের দায়ে ভোলায় ৪ জনের কারাদন্ড
বুধবার, ৩ এপ্রিল ২০১৯



---স্ট্যাফ রির্পোটার।।ভোলাবাণী।। ভোলায় সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মানের দায়ে চার দখলদারকে এক বছর করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওছার হোসেন এ দন্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন মো. ফারুক, আ. হাই, মোহাম্মদ আলী গাজী ও আব্দুল হাই। এদের বাড়ি সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে।

জানাযায়, ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে সরকারি খাল দখল করে মো. ফারুক, আ. হাই, মোহাম্মদ আলী গাজী ও আব্দুল হাই অবৈধ পাকা স্থাপনা নির্মাণ করছে। এ সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন অভিযান চালিয়ে ৪জনকে আটক করে। পরে এদেরকে প্রত্যেককে সরকারি ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমি ও ইমারত (পুনরুদ্ধার) অধ্যাদেশ ১৯৭০ এর ৭(১) ধারা অনুযায়ী ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এবং সকল অবৈধ দখলদারদের এক সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা নিজ খরচে অপসারণের আদেশ প্রদান করে এ কর্মকর্তা।

ভোলা সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন জানান, সরকারি খাল ও নদীর অবৈধ দখলদারদের ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্সে রয়েছে। এ ব্যাপারে প্রশাসন কারো সাথে আপস করবে না।

বাংলাদেশ সময়: ৭:০৫:৩৩   ২৭৪ বার পঠিত  |