পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে চমক দেখালেন শ. ম. রেজাউল করিম

প্রথম পাতা » প্রধান সংবাদ » পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে চমক দেখালেন শ. ম. রেজাউল করিম
সোমবার, ৭ জানুয়ারী ২০১৯



॥ভোলাবাণী ডেক্স॥ প্রথমবার জাতীয় নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মাথায় পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়ে চমক দেখালেন আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক শ. ম. রেজাউল করিম। পিরোজপুর-১ আসনের এই সংসদ সদস্যকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার বিকেল ৩টা ৪৬ মিনিটে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। মন্ত্রী হিসেবে শপথ নিলেন শ ম রেজাউল করিম (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়)।

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে পিরোজপুর-১ আসন (সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) থেকে প্রার্থী হন শ. ম. রেজাউল করিম। ধানের শীষ নিয়ে তার বিরুদ্ধে প্রার্থী হয়ে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী।

দীর্ঘদিন ধরে বিভিন্ন টেলিভিশন টক শোতে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিবার, স্বাধীনতার পক্ষে জোরালো অবস্থান নিয়ে সুবক্তা হিসেবে খ্যাতি অর্জন করেছেন শ. ম. রেজাউল। তবে মাঠের রাজনীতিতেও পরীক্ষিত সৈনিক তিনি। ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে হাতেখড়ি তার। ১৯৮০ সালে খুলনার দৌলতপুর সরকারি কলেজের ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ১৯৮১ সালে নির্বাচিত হন খুলনা কৃষি কলেজের জিএস হিসেবে। ১৯৮৬ সালে নাজিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হন তিনি। ১৯৯০ সাল থেকে পিরোজপুর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইন পেশায় এসে গুরুত্বপূর্ণ বিভিন্ন মামলার আইনজীবী হিসেবে কাজ করেছেন। বঙ্গবন্ধু হত্যা ও জেলহত্যা মামলার মতো গুরুত্বপূর্ণ মামলায় আইনজীবী ছিলেন তিনি। এক-এগারোর সময় কারাবন্দি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার আইনজীবী হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আইনজীবী ছিলেন। ১/১১-র দুর্যোগকালীন সময়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে আইনি সহায়তা দিয়েছেন। ওবায়দুল কাদের, আবুল হাসানাত আবদুল্লাহ ও শেখ সেলিমের আওয়ামী লীগের ডাকসাঁইটে রাজনীতিবিদদের আইনজীবী হিসেবেও কাজ করেছেন শ. ম. রেজাউল করিম।

পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ. ম. রেজাউল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বিশ্বাস ও আস্থা রেখে আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন- আমি সততা ও নিষ্ঠার সঙ্গে সেই দায়িত্ব পালন করব। পাশাপাশি পিরোজপুরকে দুর্নীতিমুক্ত আধুনিক জেলা হিসেবে গড়ে তুলব।’

বাংলাদেশ সময়: ১৭:২৪:১৭   ৩০৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ