তজুমদ্দিনে ২টি ট্রলারসহ ২ জেলেকে অপহৃত । নৌকা প্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপন দাবী

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে ২টি ট্রলারসহ ২ জেলেকে অপহৃত । নৌকা প্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপন দাবী
শনিবার, ২৮ জানুয়ারী ২০১৭



---ভোলাবাণী : তজুমদ্দিন প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মাছ ধরা অবস্থায় জেলেদের নৌকায় হানা দিয়ে ২টি ট্রলারসহ ২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। অপহৃত জেলেদের ও নৌকা প্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপন দাবী করছে ডাকাত বাহিনী। অপহরণের ১৬ ঘণ্টা পরেও পুলিশ ও কোস্টগার্ড অপহৃত জেলেদের উদ্ধার করতে পারেনি। এর আগে ৯ জানয়ারীতে ৫ জেলেকে অপহরণ করে ডাকাতরা মুক্তিপন আদায করেছে।

স্থানীয় ও ভুুক্তভোগী জেলে সুত্রে জানা গেছে, শুক্রবার ভোর রাতে তজুমদ্দিনের চরমোজাম্মেল সংলগ্ন মেঘনায় মাছ ধরারত জেলে নৌকায় অতর্কিত হামলা ও লুটপাট চালায় ডাকাত বাহিনী। শশীগঞ্জ মাছ ঘাটের জেলে হানিফ মাঝী ও বাচ্ছু মাঝীর মাছ ধরার ট্রলার ২টি জাল-ইঞ্জিন সহ নিয়ে যায়। এসময় মুক্তিপনের দাবীতে হানিফ মাঝীর ছেলে মোঃ মিরাজ (২৫) ও বাচ্ছু মাঝীর ছেলে সালাউদ্দিন (২৮) কে অপহরণ করে নিয়ে যায়। ট্রলারে থাকা অন্যান্য মাল্লাদের চরে নামিয়ে দেয় ডাকাতরা। ওই জেলে ও ট্রলার ডাকাতরা মনপুরা ও হাতিয়ার মেঘনা মোহনার দিকে চালিযে নিয়ে গেছে বলে জানা গেছে।

অপহৃত প্রত্যেক জেলের কাছে ৫০ হাজার টাকা করে মুক্তিপন দাবী করছে ডাকাত বাহিনী। তবে ডাকাত বাহিনীর নাম ও মুক্তিপনের বিষয় জানাজানি করলে ওই জেলেদের হত্যা করার হুমকি দেয় বলে জানান স্বজনরা।

জেলে সুত্র আরো জানায়, গত ৯ জানুয়ারী রাতে ডাকাত বাহিনী ৫ জেলেকে অপহরণ করে। প্রশাসন তাদের উদ্ধার করতে না পারায় মুক্তিপনের বিনিময়ে তারা ছাড়া পায়। কিছুদিন পরপর মেঘনায় ডাকাতি হওয়ার কথা জানিয়ে রাতে টহল জোড়দার করার দাবী জানান জেলেরনা।

তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার সামিম প্রিয় জানান, অপহৃত দের উদ্ধারের চেষ্টায় চলছে। এখনো আমার নদীতে অভিযানে আছেন বলে জানান।

থানা অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম শাহিন মন্ডল বলেন, কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। এদিকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ডাকাতি হওয়া ট্রলার ও অপহৃত ২ জেলের সন্ধান পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৯:৫৫:৫১   ২১৮ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

তজুমদ্দিন’র আরও খবর


তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন
তজুমদ্দিনে ৮৫৬টি গাছ কেটে রাস্তা চওড়া করার প্রস্তুতি সম্পন্ন ,স্থানীয়দের ক্ষোভ
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
তজুমদ্দিনে গণহত্যা দিবস পালিত ॥
তজুমদ্দিনে প্রতিবন্ধী শিশুকে শিকল দিয়ে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ ॥
তজুমদ্দিনে সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন
তজমদ্দিনে পল্লীসেবার আয়োজনে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ॥
তজুমদ্দিনে সরকারি ২৪ বস্তা চাল উদ্ধার ॥ তদন্ত কমিটি গঠন

আর্কাইভ