মনপুরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন জ্যাকব

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চাইলেন জ্যাকব
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



মনপুরা নৌকা মার্কার উঠান বৈঠকে বক্তব্য রাখেন আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ।মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা ॥
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাস্ত সময় পার করছেন আ’লীগ মনোনীত দুবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব । নৌকা প্রতিক বরাদ্ধের পর পরেই সর্বপ্রথম মনপুরা থেকে নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক করেন জ্যাকব। ১১ই ডিসেম্বর মঙ্গলবার ঢাকার লঞ্চে মনপুরা আসলে হাজা হাজার নেতাকর্মী ও সমর্থক নদীর ঘাটে এসে নেতাকে ফুল দিয়ে বরন করেন। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন চরফ্যাশন ও মনপুরার উন্নয়নের রুপকার আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। টানা চতুর্থবারের মতো নৌকা প্রতিক পাওয়ায় আনন্দিত চরফ্যাশন- মনপুরার নিবেদিত মানুষ। প্রিয় নেতাকে দেখার জন্য রাস্তার দুপাশে পুরুষের পাশাপাশি মহিলারাও ভিড় করেন। মানুষের ভালোবাসায় মুগ্ধ হন তিনি।
সর্বপ্রথম ১নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার উঠান বৈঠকের মাধ্যমে নির্বাচনী প্রচারনা শুরু করেন। উঠান বৈঠক সভার সভাপতিত্ব করেন মনপুরা ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ লোকমান হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান,হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক,উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল। মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানতউল্যাহ আলমগীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি জ্যাকব বলেন,আমি বিগত ১০ বছর ক্ষমতায় থাকাকালীন চরফ্যাশন-মনপুরায় ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছি।
চরফ্যাশনে ৩টি নতুন থানা, ৭টি নুতন ইউনিয়ন, চরফ্যাশন ও মনপুরায় ৩টি পুলিশ তদন্ত কেন্দ্র চালু এবং জেলা সদর থেকে পানি উন্নয়ন বোর্ডের ডিভিশন-২ কার্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত, যুগ্ন জেলা জজ আদালত ও ৭ধারা আদালত উপজেলা সদরে ¯’ানান্তর এবং সর্বশেষ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ¯’াপন, চরফ্যাশন হাসপাতালকে ১’শ শয্যায় এবং মনপুরা হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীতের ব্যব¯’াকরণ,বি”িছন্ন দ্বীপ চর কুকরিতে আধুনিক গেস্ট হাউজ, সুইমিংপুল, হ্যালিপেড, ও চরফ্যাশনে আন্তর্জাতিক মানের বাসটার্মিনাল নির্মাণ এবং লঞ্চ সার্ভিস চালু, মনপুরা উপজেলা অডিটোরিয়াম, খাদ্যগুদাম, ফায়ার সার্ভিস ,সাবরেজিষ্টার অফিস,সহকারী সিনিয়র জজ আদালত ¯’াপন,মেঘনা থেকে নদী ভাঙ্গন রোধ প্রকল্প,জ্যাকব টাওয়ার, উপজেলা দু’টির রাস্তাঘাট, পুল কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসার ভবন নির্মান করেছি। আজ তা দৃশ্যমান। চরফ্যাশন মনপুরার ইতিহাসে স্বাধীনতার পর এত উন্নয়ন এদেশবাসী দেখেনি। আমি উন্নয়ন করতে চাই। আমি চরফ্যাশনকে জেলা করার জন্য কাজ করছি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন তিনি। প্রধান অতিথির বক্তিতায় তিনি আরও বলেন,আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ উন্নয়ন হয়। দেশের মানুষ শান্তিতে থাকে। আর বিএনপি ক্ষমতায় থাকলে দেশ ফিছিয়ে যায়। দেশে লুটতরাজ,জঙ্গি হামলা হয়। তিনি আরও বলেন আমি চরফ্যাশন ও মনপুরার মানুষকে সহঅব¯’ানে রেখেছি। তারা শান্তিতে ছিল। কোন নৈরাজ্য সৃষ্টি করতে দেয়নি।

আমারকৃত উন্নয়ন বিবেচনায় এলাকার জনগন আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করলে চরফ্যাশনকে জেলাকরার চেষ্টাসহ দুই উপজেলার অসমাপ্ত কাজসমুহ সমাপ্ত করে উপজেলা দুটিকে মডেল উপজেলায় রুপান্তরিত করবো। উঠান বৈঠকে উপ¯ি’ত ছিলেন আ’লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারন ভোটারগন।
রামনেওয়াজ বাজার উঠান বৈঠক শেষে কলাতলীচর, একই দিনে বিকাল ৪টায় হাজির হাট ইউনিয়নের হাজিরহাট বাজার আ’লীগ দলীয় কার্যালয়ের সামনে উঠান বৈঠক করবেন। মাগরিববাদ চরফৈজুদ্দিন ফকিরহাট বাজারে উঠান বৈঠক করবেন। রাত ৮টায় উত্তর সাকুচিয়া ইউনিয়নের মাষ্টারহাট বাজার ও রাত ১০টায় বাংলাবাজার উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারনা করবেন। ১২ই ডিসেম্বর দক্ষিন সাকুচিয়া ইউনিয়নে সকাল ৯টায় কোড়ালিয়া বাজার ও সকাল ১১টায় জনতা বাজার উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারনা করবেন। জনতা বাজার উঠান বৈঠক শেষে চরফ্যাশনের উদ্দেশ্যে যাত্রা করবেন আ’লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।
এই সময় উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপ¯ি’ত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৫৪:৩৯   ২৯৪ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ