মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮

ভোলায় ৪টি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় ৪টি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ
মঙ্গলবার, ১১ ডিসেম্বর ২০১৮



---।।॥ভোলাবাণী নির্বাচন ডেক্স।।।। ভোলায় ৪টি আসনের ১৫ জন প্রার্থীর মধ্যে সোমবার প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটানিং কর্মকর্তা মো. মাসুদ আলম ছিদ্দিক।

যারা প্রতীক পেয়েছেন- ভোলা-১ আসনে আওয়ামী লীগের তোফায়েল আহমেদ (নৌকা), বিএনপির গোলাম নবী আলমগীর (ধানের শীষ), জাতীয় পার্টির মো. কেফায়েত উল্লাহ নজিব (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ইয়াছিন (হাতপাখা), কমিউনিস্ট পার্টির এ. কে.এম সোহেল আহমেদ (কাস্তে)।

ভোলা-২ আসনে আওয়ামী লীগের আলী আজম মুকুল (নৌকা), বিএনপির হাফিজ ইব্রাহিম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওবায়েদুর রহমান (হাত পাখা)।

ভোলা-৩ আসনে আওয়ামী লীগের নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), বিএনপির মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ (ধানের শীষ), জাতীয় পার্টির নুরনবী সুমন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মোসলেহ উদ্দিন (হাত পাখা)।

ভোলা-৪ আসনে আওয়ামী লীগের আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), বিএনপির নাজিম উদ্দিন আলম (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মহিবুল্যাহ (হাত পাখা)।

রিটার্নিং কর্মকর্তা মাসুদ আলম ছিদ্দিক বলেন, প্রার্থীরা সোমবার থেকে ২৭ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

বাংলাদেশ সময়: ২১:৪৪:৩৭   ৩২৮ বার পঠিত  |