এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না: প্রধানমন্ত্রী
রবিবার, ২ ডিসেম্বর ২০১৮



জাতীয় রফতানি ট্রফি ২০১৫-১৬ বিজয়ী এক উদ্যোক্তার হাতে ট্রফি তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ভোলাবাণী ডেক্স।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে গেছে। এই এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না। আমরা দেশকে একটা সিস্টেমে নিয়ে এসেছি। যেই আসুক, এরপরে আর কেউ কোন বাধা দিতে পারবে না। দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই অগ্রযাত্রা আর কেউ রোধ করতে পারবে না।
রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ২০১৫-২০১৬ অর্থবছরের ‘জাতীয় রফতানি ট্রফি’ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। তিনি এই দেশের মানুষের জন্যই জীবন উৎসর্গ করেছিলেন। এতো কষ্ট করে আমরা বিজয়ী জাতি হিসাবে বিশ্বে যেখানে মর্যাদা পেয়েছি সেখানে আমাদের কেউ অবহেলার চোখে দেখবে এটা আমার কাছে কখনও গ্রহণযোগ্য ছিল না। আর সে কারণে আমার প্রতিজ্ঞাই ছিল বাংলাদেশকে এমনভাবে গড়ে তুলবো, বিশ্ব দরবারে বাংলাদেশের একটি মানুষ গেলেও যেন তারা অবাক হয়ে তাকায়। সেইভাবে বাংলাদেশকে গড়ে তুলবো, যেন তারা বলে যে ‘বাংলাদেশ’। ইনশাল্লাহ, আমরা তা করতে পেরেছি। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশকে আর কেউ অবহেলার চোখে দেখে না। বাংলাদেশকে তারা উন্নয়নের রোল মডেল হিসাবেই স্বীকৃতি দিয়েছে, সেটা আমাদের অব্যাহত রাখতে হবে।

সরকার প্রধান বলেন, গোটা বাংলাদেশ যাতে উন্নত হয় সেইদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের যে সুযোগ আমরা তৈরি করে দিয়েছি সেটা কাজে লাগিয়ে আপনারা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমাদের সরকার ব্যবসা বাণিজ্য করতে ক্ষমতায় আসে না। আর আমি তো ব্যবসাটা বুঝিও না। আমরা সরকারে এসে ব্যবসা-বাণিজ্যটা যাতে ব্যবসায়ীদের জন্য সহজ হয় সেই ব্যবস্থাটা করে দেই। আমরা সব সময় চাই, আমাদের দেশটা এগিয়ে যাক। এলক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় ইপিজেড তৈরি করে দেই। সারাাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দেওয়ার কথা পুরর্ব্যক্ত করে শিল্পায়নের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, শিল্পায়ন ছাড়া কোনও জাতির অর্থনৈতিক উন্নতি হয় না। ব্যবসা বাণিজ্যের রফতানি আয় বৃদ্ধির লক্ষ্যে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা ছিল। ইতোমধ্যে আমরা এলএনজি আমদানি শুরু করে দিয়েছি। ফ্লোটিং এলএনজি টার্মিনাল করা হয়েছে। প্রথমটার পর দ্বিতীয়টাও আসবে। কিন্তু আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি ল্যান্ড বেইজ এলএনজি টার্মিনাল করে দেবো। যাতে গ্যাসের আর কোনও সমস্যা কোথাও না থাকে।
তিনি বলেন, আমি শুধু এইটুকই বলবো, আজকে আমাদের অর্থনীতি যথেষ্ট মজবুত। আমাদের যে উন্নয়ন প্রকল্পে নব্বই ভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার সক্ষমতা অর্জন করেছি। এখন উন্নয়নশীল দেশ হিসাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বিদেশের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বাংলাদেশকে আমরা বিশ্বের উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই দক্ষিণ এশিয়ায় উন্নত দেশ হবে ‘বাংলাদেশ”।

সরকার সেই পরিকল্পনা নিয়েই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা ২০২১, ২০৪১ এবং ২১০০ ডেলটা প্ল্যান হাতে নিয়েছি। এই ডেলটা প্ল্যান নেদারল্যান্ড সরকারের সঙ্গে যৌথভাবে করবো। যার ফলে বাংলাদেশের এই এগিয়ে যাওয়া আর কেউ থামাতে পারবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।
ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আপনারা দেশ বিদেশে ঘোরেন, আপনারাও খুঁজে বের করেন কোন কোন পণ্য আমাদের দেশে উৎপাদন করে কোন কোন দেশে রফতানি করতে পারি। বাজারকে খুঁজে নেওয়া এবং পণ্যটাকে তৈরি করা, সেটাও কিন্তু আপনাদেরও একটা দায়িত্ব। সেই ক্ষেত্রে যদি কোনোরকম সহযোগিতা লাগে অবশ্যই সরকার হিসাবে আমরা তা করবো। যদিও সময় এখন সীমিত। আগামীতে ইলেকশন। কী হবে বলতে পারি না! যতক্ষণ আছি ততক্ষণে যা যা প্রয়োজন সেটা করে দিতে পারবো, সেইটুকু কথা দিতে পারি।

বাংলাদেশ সময়: ১৫:৩২:২৪   ২৩৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ