৬৯ এর মহানায়ক কিংবদন্তী তোফায়েল আহমেদ এর ৭৫তম জন্মবার্ষিকী

প্রথম পাতা » জাতীয় » ৬৯ এর মহানায়ক কিংবদন্তী তোফায়েল আহমেদ এর ৭৫তম জন্মবার্ষিকী
সোমবার, ২২ অক্টোবর ২০১৮



---মাহমুদুল হাসান ফাহাদ।। ভোলাবাণী।।

বাংলাদেশের এর ইতিহাসের এক জিবন্ত কিংবদন্তি ৬৯এর গনঅভ্যুত্থান এর মহানায়ক বাংলাদেশের আওয়ামীলীগ রাজনীতিবিদ এর মধ্যে অন্যতম ও জাতির জনক বঙ্গবন্ধুর স্নেহধন্য বর্তমান সরকার এর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর আজ ৭৫তম জন্মদিন।

১৯৪৩ সালে ২২শে অক্টোবর ভোলা সদর উপজেলাধীন দঃদিঘলদী ইউনিয়ন এর কোড়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মৌলবি আজহার আলী ও মায়ের নাম মরহুমা ফাতেমা খানম।

১৯৬০সালে ভোলার সরকারী হাই স্কুল থেকে মেট্রিক পাশ করেন,১৯৬২সালে বরিশাল ব্রঞ্জমোহন কলেজ থেকে আইএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা বিভাগে অধ্যয়ন করেন। ১৯৬৪সালে ভোলার জেলার সুনামধন্য পরিবারের মফিজুল হক তালুকদার এর জোষ্ঠ কন্যা আনোয়ারা বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাহার দাম্পত্য জিবনে পরিবারে একজন কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে।

১৯৬৭থেকে ১৯৭৯সাল পযন্ত ডাকসুর ভিপি থাকাকালে তিনি চারটি ছাত্র সংগঠনের সাথে সমন্ময়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রদত্ত ৬ দফাকে হুবহু ১১দফায় অন্তভুক্ত করে ৬৯গন অভ্যুত্থান এর নেতৃত্ব দেন।

১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে লাখো জনতার জমায়েতে শেখ মুজিব কে তিনি বঙ্গবন্ধু উপাধি তে ভুষিত করেন। এছাড়া ১৯৬৯সালে তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি নির্বাচিত হন।

১৯৭০সালের ৭জুন বঙ্গবন্ধুর নির্দেশে তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামীলীগ এ যোগদান করেন। স্বাধীনতার যুদ্ধের আগে তিনি ছাত্র গনআন্দোলনের সফল নেতৃত্ব প্রধান করায় তোফায়েল আহমেদ দেশবাসির কাছে প্রিয় ব্যক্তিত্ব ও সমর্থন ভালবাসা আস্থা অর্জন করেন এবং আবাসিক হল ও ডাকসুর ভিপি থাকাকালে তিনি জাতির জাতির জনকের একান্ত স্নেহধন্য হন।

৭০এর নির্বাচনে তিনি ভোলার দৌলতখান,তজুমদ্দিন ও মনপুরা আসন থেকে মাত্র ২৭বছর বয়সে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। এছাড়া
তিনি মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও মুজিব বাহিনীর আঞ্চলিক ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত সংগঠনের চার জনের একজন ছিলেন।
স্বাধীনতা যুদ্ধের পর যুদ্ধবিধবস্ত দেশ গড়ার ভুমিকায় অসামান্য অবদান রাখায় এরমধ্য দিয়েই তিনি বাংগালির রিদয় জয় করেন।

১৯৭৫ সালে ১৫আগস্ট জাতির জনকের নির্মম হত্যাকান্ডের পর একই বছরে সেপ্টেম্বর এ তোফায়েল আহমেদ কে গ্রেফতার করাহয় দীর্ঘ ৩৩ মাস তিনি কারাবাস থাকার পর ১৯৭৮সালে কুষ্টিয়া কারাগার থাকা অবস্থায় বাংলাদেশ আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন।

১৯৮৬,৯১,এবং ৯৬সালে সংসদ নির্বাচনে পর পর তিনি সংসদ সদস্য নির্বাচিত হন,এবং ১৯৯৬সালে আওয়ামীলীগ সরকার গঠনের পর ২৩শে জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী দায়িত্ব পালন করেন।

এছাড়া ২০০৮ সালের নির্বাচনে ভোলা-২আসন থেকে বিপুল ভোটে জয় লাভ করেন,২০১৪ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকে তিনি বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
এর আগেও তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশ আওয়ামীলীগ এর সভাপতিমন্ডলীর সদস্য এবং দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেন।

রাজনীতির বাইরেও ব্যক্তিগতজীবনে চরিত্র ও আচরনে অসাময়িক এই সংগ্রামী রাজনীতি করে পরোপকার দানশীল বদান্যতা সাহিত্য সংগীত ও সুকুমার শিল্পের প্রতি বিশেষ আগ্রহ তার মনন ও চেতনাকে মহিমান্বিত করে গড়ে তুলেছে সকলের কাছে। তাই তিনি এদেশের ইতিহাসের পাতায় জিবন্ত এক কিংবদন্তি রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ এর তোফায়েল আহমেদ,এবং দ্বীপজেলা ভোলা সহ সারা বাংলাদেশ এর জনগনের কাছে প্রিয় একজন সৎ আদর্শবান সফল রাজনীতিবিদ ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন।।

বাংলাদেশ সময়: ১৪:৩৭:৪৮   ১১৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

জাতীয়’র আরও খবর


তৃণমূল থেকে উন্নয়নই আ.লীগের মূল লক্ষ্য : প্রধানমন্ত্রী
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হচ্ছে
কাউকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে দেব না : প্রধানমন্ত্রী
বিদ্যুতের ভেলকিবাজিতে অতিষ্ট ব্যবসায়ীসহ গ্রাহকবিদ্যুত বিহীন মনপুরা ॥ তীব্রতাপদাহে ভোগান্তিতে সাধারন মানুষ
আজ পহেলা বৈশাখ
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী
জনগণের সেবা নিশ্চিত করতে , ভোটের চিন্তা থাকবে না : প্রধানমন্ত্রী
আর্থ-সামাজিক উন্নয়নে এডিবির আরও সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের হারানো গৌরব ফিরিয়ে এনেছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ