মনপুরার মেঘনায় ১২ জলদস্যু আটক ॥ মামলা দায়ের

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরার মেঘনায় ১২ জলদস্যু আটক ॥ মামলা দায়ের
বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮



মনপুরার মেঘনায় ১২ জলদস্যু আটকমোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা ॥
ভোলার মনপুরার মেঘনায় লিটন মাঝির জেলে ট্রলারে হামলা করার সময় এক ট্রলারসহ ১২ দস্যুকে আটক করে সংঘবদ্ধ জেলেরা। এই সময় দস্যুদের আরেকটি ট্রলারটি পালিয়ে যায়। খবরপেয়ে রাতেই কোস্টগার্ড ও পুলিশ আটককৃত দস্যুদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার মনপুরা ইউনিয়নের জাগলার চর সংলগ্ন মেঘনায় এই ঘটনা ঘটে।
তবে বুধবার সকালে আটককৃত ১২ দস্যুদের বিরুদ্ধে দস্যুতার অভিযোগে থানায় মামলা করা হয়েছে বলে যুগান্তরকে জানান অফিসার ইনচার্জ (ওসি) ফোরকান আলী। তিনি আরো জানান, একটি ট্রলারসহ দস্যুদের কাছ থেকে একটি রাম দা ও একটি ছুরি ছাড়াও বিভিন্ন প্রকারের কাটা জাল ও ৩ ককসেট ইলিশ মাছ জব্দ করা হয়। তবে আটকের পূর্বে দস্যু বাহিনী নদীতে দেশীয় অস্ত্র ফেলে দেয় বলে ধারনা করছে পুলিশ।
আটককৃত দস্যুরা হলেন, মোঃ হাতেম (৪৮), মনিরুল ইসলাম (৩৫), শাহাদাত (৩৮), মোসলেহউদ্দিন (৪৫), ছাদেক (৪৯), নুরুউদ্দিন (৪০), আবুল হোসেন (৪৫), মফিজুল ইসলাম (৪৬), রফিজুল ইসলাম (৭৭), ইসমাইল (৪২), নুরইসলাম (৪৫), রহিম (১৯)। এদের সবার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার ৩ নং চরগোড়া কাচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
লিটন মাঝি, রাসেদ মাঝি, হেজু মাঝি, লিটন-২, ইব্রাহীম মাঝি জানান, মঙ্গলবারে রাতে মেঘনায় মাছ শিকারের সময় দুই ট্রলারে করে দস্যু বাহিনী হামলা চালায়। এই সময় নদীতে পাতা জাল কেটে দিয়ে ট্রলার চালিয়ে ডাক-চিৎকার শুরু করে। দস্যুরা পিছু নেয়। একপর্যায়ে মেঘনায় মাছ শিকারে থাকা রাসেদ মাঝি, হেজু মাঝি, লিটন-২, ইব্রাহীম মাঝিসহ কমপক্ষে ১৫ ট্রলার একত্রিত হয়ে দস্যুদের ধাওয়া শুরু করে। পরে দস্যুদের একটি ট্রলার ঘিরে ফেলে ১২ দস্যুদের আটক করা হয়। এই সময় দস্যু বাহিনী দেশীয় অস্ত্র নদীতে ফেলে দেয়। তবে দস্যুদের অপর ট্রলারটি পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ও পুলিশ আটককৃত দস্যুদের গ্রেফতার করে নিয়ে যায়।
এছাড়াও অন্যান্য জেলেরা জানান, এই দস্যু বাহিনী প্রতিদিনই দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ট্রলারে এসে ভয় দেখিয়ে মাছ, জাল লুট করে নিয়ে যায়।
মনপুরা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার আবদুল আজিজ জানান, মঙ্গলবার রাতে মেঘনায় অভিযানের সময় দস্যু বাহিনীর হামলার খবর পাই। পরে জাগলার চর সংলগ্ন মেঘনায় সংঘবদ্ধ জেলেদের কাছ থেকে আটককৃত ১২ দস্যুকে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ৯:১৪:৩৯   ৩৪৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২৪মনপুরায় উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী ৫ জন ॥ মোট প্রার্থী ১১ জন
তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই পাঁচ কোটি টাকা ক্ষতি ॥
এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ

আর্কাইভ