রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

ভোলায় শিক্ষক সমিতির ত্রি-বাষিক সম্মেলন ॥ গোলাম মোহাম্মদ সভাপতি ॥ মহিউদ্দিন সম্পাদক

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় শিক্ষক সমিতির ত্রি-বাষিক সম্মেলন ॥ গোলাম মোহাম্মদ সভাপতি ॥ মহিউদ্দিন সম্পাদক
রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮



গোলাম মোহাম্মদ সভাপতি ॥ মহিউদ্দিন সম্পাদকস্টাফ রিপোর্টার ।।ভোলাবাণী ।।
ভোলায় বাংলাদেশ শিক্ষক সমিতি ভোলা জেলার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভোলা সদর উপজেলার পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদকে সভাপতি ও টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। সম্মেলনে উপস্থিত সকল শিক্ষকের মতামতের ভিত্তিতে জেলা কমিটির ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনা করা হয়। শনিবার ভোলা শহরের হোটেল ক্রিস্টাল-ইন হল রুমে ত্রি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সমিতির ভোলা জেলা সভাপতি গোলাম মোহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম।
বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ, বরিশাল জেলা শাখার সভাপতি আ. মালেক, আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম।
সমিতির ভোলা জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বরিশাল আঞ্চলিক শাখার সহ-সভাপতি মো. আবদুল হালিম, দপ্তর সম্পাদক আসাদুল আলম আসাদ, সহকারী মহিলা সম্পাদিকা খাদিজা বেগম, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, বরিশাল মহানগর শাখার যুগ্ম সম্পাদক মো. আলমগীর হোসেন, ভোলা সদর উপজেলা সভাপতি এইচ এম মইনুল হক শিপু প্রমূখ।
সম্মেলনে বক্তারা বলেন, আজকে শিক্ষখদের যত সুযোগ সুবিদা দেয়া হয়েছে সব কিছুই আন্দোলনের ফসল। তাই আগামী দিনগুলোতে বেসরকারি শিক্ষকদের চাকরী জাতীয়করণসহ শিক্ষকদের স্বার্থ সম্বলিত সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:১৪   ২৯৩ বার পঠিত  |