রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

চট্রগ্রাম কর্নফুলী নদীতে জলদস্যুদের হামলায় মনপুরার ৩ জেলে নিখোঁজ

প্রথম পাতা » প্রধান সংবাদ » চট্রগ্রাম কর্নফুলী নদীতে জলদস্যুদের হামলায় মনপুরার ৩ জেলে নিখোঁজ
রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮



---মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা ॥ প্রতি বছরের ন্যায় এবারও চট্রগ্রাম কর্নফুলী নদীতে মনপুরার জেলেরা জিবীকা নির্বাহের জন্য ইলিশ মাছ ধরতে যায়। শুক্রবার দিবাগত রাত ইলিশ মাছ ধরার জন্য আবুল কালাম মাঝি চট্রগ্রাম কর্নফুলি নদীতে ইলিশ জাল ফেলে। নদীতে জাল থাকা অব¯’ায় স্প্রিডবোর্ট যোগে একদল জলদস্যু বাহিনী অস্্র নিয়ে কালাম মাঝির মাছ ধরা ট্রালারে হামলা করে। ট্রলারে উঠে এলোপাথারি মারধর করে জেলেদের নদীতে ফেলে দেয়। ট্রলারে থাকা সকল মালামালসহ ট্রলারটি নিয়ে যায়। ট্রলারে ১৮জন জেলের মধ্যে সাতরিয়ে ১৫ জন উঠার খবর পাওয়া গেলেও এখনও ৩ জন জেলে নিখোঁজ রয়েছে। তবে ট্রলারটি চট্রগ্রামের বেঙ্গল কোম্পানীর বলে জানা যায়। নিখোঁজ ৩ জেলের বাড়ী মনপুরা উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডে।
এব্যাপারে ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল জানান, আমার ইউনিয়নের আবুল কালাম মাঝিসহ জেলেরা চট্রগ্রাম কর্নফুলি নদীতে ইলিশ মাছ ধরার জন্য যায়। শুক্রবার দিবাগত রাতে জলদস্যুদের হামলায় আমার এলকার ২নং ওয়ার্ডের মোঃ কামালউদ্দিন,মোঃ মফিজ ও ৩ নং ওয়ার্ডের নজরুল ইসলাম জলদস্যুদের হামলার শিকার হয়ে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। এখন নিখোঁজদের কোন সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের বিষয়ে আমাকে কালাম মাঝি নিশ্চিত করেছেন।

এব্যাপারে মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফোরকান আলী জানান,চট্রগ্রাম কর্নফুলী নদীতে জলদস্যুদের হামলার শিকারে নিখোঁজদের বিষয়ে আমাকে কেউ এখনও বলেনি। তবে এ বিষয়ে খোজ খবর নেওয়ার জন্য চেষ্ঠা করে যা”িছ। ঘটনাটি অন্য থানার আওতায়।

বাংলাদেশ সময়: ১৫:০৬:০৬   ২৪৭ বার পঠিত  |