রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮

সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার আসামি মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রথম পাতা » প্রধান সংবাদ » সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার আসামি মিলনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
রবিবার, ৯ সেপ্টেম্বর ২০১৮



সাংবাদিক সুবর্ণা আক্তার নদী।।।।ভোলাবাণী ডেস্ক।।।।সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার ৩ নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব। রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা থেকে শনিবার রাত ১০ টায় তাকে গ্রেফতার করে র‌্যাব-১২।

শামসুজ্জামান মিলন নদীর সাবেক স্বামী রাজিবের সহযোগী বলে জানা গেছে। র‌্যাব-১২ এর অধিনায়ক উইং কমান্ডার আব্দুল আহাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সংবাদিক নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি মিলনকে গ্রেফতার করা হয়।’

আসামি মিলন পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি সুবর্ণা নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মাসিউটিক্যাল (ইউনানি)-এর ব্যবস্থাপক। নদী হত্যা মামলার এজাহারভুক্ত তিন নম্বর আসামি মিলন।

ওই ঘটনায় সুবর্ণা নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী-শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। গত ২৮ আগস্ট রাতে শহর থেকে ভাড়াবাসায় প্রবেশের মুহূর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:২২   ৩৭০ বার পঠিত  |