বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮

শশীভূষণে ইভটিজিং দায়ে স্কুল শিক্ষার্থী আটক করেছে ভ্রামমান আদালত।

প্রথম পাতা » প্রধান সংবাদ » শশীভূষণে ইভটিজিং দায়ে স্কুল শিক্ষার্থী আটক করেছে ভ্রামমান আদালত।
বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর ২০১৮



---আদিল হোসেন তপু
।। ভোলাবাণী।।

ভোলার চরফ্যাসনে উপজেলার শশীভূষণ বাজার এলাকায় এক স্কুল শিক্ষার্থী (মেয়েকে) ইভটিজিং ও এ্যাসিড নিক্ষেপ এর ভয় দেখানের কারনে রাকিব নামে এক কিশোর কে আটক করেছে ভ্রামমান আদালত।

আটককৃত রাকিবের বাবা প্রবাসী রফিক উদ্দিন। পরে তাকে ভ্রামমান আদালতের নির্বাহী ম্যাজিস্টেট মো:মনোয়ার হোসেন তাকে ৩০ হাজার টাকা জরিমানা করে। রাকিব শশীভূষণ মাধ্যামিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী।

শশীভূষণ থানার ওসি হানিফ শিকদার জানায়, সোমবার দুপুরে কাসেমগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম স্কুল ছুটি শেষে বাড়ি ফিরছিলো। বৃষ্টি পড়ায় পথিমধ্যে এক জায়গায় দাড়াঁয়। সেই সময় রাকিব এর নেতৃত্বে শাহিন, শরীফ, আরিফ, মনিরসহ এক দল বখাটে মরিয়মকে পথিমধ্যে ইভটিজিং করে। পরে মরিয়ম এর অভিযোগের ভিত্তিতে রাকিবকে আটক করে নিবার্হী ম্যাজিস্টের কাছে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭:৫৩:০১   ৪৭৮ বার পঠিত  |