বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮

মনপুরায় ১ জলদস্যু গ্রেফতার ॥

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় ১ জলদস্যু গ্রেফতার ॥
বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮



---মোঃ ছালাহউদ্দিন।।ভোলাবাণী।। মনপুরা সংবাদদাতা ॥মনপুরায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন থেকে ১ জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধা সাড়ে ৬টায় ওসি ফোরকান আলীর নের্তৃত্বে অভিযান চালিয়ে শীর্ষ জলদস্যু মোঃ খোকন(৩২)জলদস্যুকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। তার নামে একাধিক ডাকাতি ও অপহরন মামলা রয়েছে। আটক জলদস্যুর কাছ থেকে অ¯্র উদ্ধারে চেষ্ঠা করা হ”েছ।
খোঁজ নিয়ে জানা যায়,আটক জলদস্যু খোকনের নের্তৃত্বে মেঘনায় জেলেদের আটক করে মুক্তিপন আদায় করা হতো। আটক জলদস্যু খোকনের নামে মনপুরা থানায় জি.আর৩৪/১১(মন),জি আর৯/১৩(মন)নামে একাধিক ডাকাতি ও অপহরন মামলা রয়েছে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফোরকান আলীর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ৪নং দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের তালতলা মৎস্য ঘাটের নুরুদ্দিন মার্কেট থেকে জলদস্যকে আটক করা হয়েছে। এসময় অভিযানে উপ¯ি’ত ছিলেন এ.এস আই আবু জাফর ও এ.এস আই সজিবুর রহমানসহ পুলিশের একটি টিম। আটক জলদস্যু নুরুলইসলাম চৌকিদারের ছেলে। তার বাড়ী দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৪নং ওয়ার্ডে।
মনপুরা থানা অফিসার ইনচার্জ মোঃ ফোরকান আলী জানান,আটক জলদস্যুর কাছ থেকে অস্্র উদ্ধারের চেষ্ঠা করা হ”েছ। তারি নামে থানায় একাধিক ডাকাতি ও অপহরন মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১:২৩:৫২   ৪৫৩ বার পঠিত  |