মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮

ভোলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গ্রামীনফোনের সুপার নেটওয়ার্ক ফোর-জি।

প্রথম পাতা » তথ্য-প্রযুক্তি » ভোলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গ্রামীনফোনের সুপার নেটওয়ার্ক ফোর-জি।
মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮



---।।ভোলাবাণী রিপোর্ট
ভোলায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে গ্রামীনফোনের সুপার নেটওয়ার্ক ফোর-জি। সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর ও দৌলতখান একযোগে এ সেবা কার্যক্রম চালু হয়।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার সাফিন আহমেদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গ্রামীন সুপার নেটওয়ার্ক চালু কাযক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে জেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন, গ্রামীন ফোনের এরিয়া ম্যানেজার মো: ইমরুল হাসান, মো: মোশারেফ হোসেন, সিনিয়র টেরিটরি ম্যানেজার সমরেশ রয়, নেটওয়ার্ক অপারেশন অফিসার বিধান কুমার সাহা, মো: মিজানুর, টেরিটরি মো: মাইনুল হাসান, গোলাম মোস্তফা কামাল, আলিনুর রেজা, ডিষ্ট্রিবিউশন ম্যানেজার মো: জহিরুল, মো: ইসমাইল প্রমুখ। এছাড়াও গ্রামীন ফোনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে জেলা সদর ও দৌলতখানে গ্রামীনফোনের সুপার নেটওয়ার্ক ফোর-জি চালু হওয়াতে খুশি গ্রামীনফোনের সেলফোন ব্যবহারকারীরা।

বাংলাদেশ সময়: ৬:৫৩:২০   ৩৭৩ বার পঠিত  |