শনিবার, ১৮ আগস্ট ২০১৮

বাজারে পর্যাপ্ত কোরবানির পশু

প্রথম পাতা » প্রধান সংবাদ » বাজারে পর্যাপ্ত কোরবানির পশু
শনিবার, ১৮ আগস্ট ২০১৮



---ভোলাবাণী।। বিশেষ প্রতিনিধি:
আর ক’দিন পরেই পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। ঈদকে সামনে রেখে অস্থায়ী হাটে কোরবানির পশু উঠতে শুরু করেছে। এবার  পশুর হাট  ঘুরে দেখা গেছে, হাটে প্রচুর পশু উঠলেও ক্রেতা অনেক কম। ফলে পর্যাপ্ত পশু থাকলেও জমছে না বিক্রি। তাই চিন্তিত বিক্রেতারা। তবে হাট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা বলছেন, আগামী রবি, সোম ও মঙ্গলবারই মূল বেচা-বিক্রি হবে। যদিও এবারের কোরবানির বাজারকে ‘জটিল’ বলছেন হাট ইজারাদাররা।

পশুর হাটগুলো ঘুরে দেখা গেছে, দেশি জাতের গরুর পাশাপাশি উঠেছে বিদেশি জাতের গরুও। ব্যবসায়ীরা গরুকে সাজিয়ে মালা পরিয়ে হাটে তুলেছেন। কেউ কেউ গরুর নামও দিয়েছেন। বিশাল দেহের এসব গরুর দামও হাঁকাচ্ছেন ব্যবসায়ীরা। কিন্তু এখন পর্যন্ত গরুর আশানুরূপ বিক্রি শুরু হয়নি।

বাংলাদেশ সময়: ১০:০৩:৪৭   ৫৪১ বার পঠিত  |