রবিবার, ২৪ জুন ২০১৮

তজুমদ্দিনে হাজার কেজি পাঙ্গাস পোনা জব্দ করেছে কোস্টগার্ড

প্রথম পাতা » তজুমদ্দিন » তজুমদ্দিনে হাজার কেজি পাঙ্গাস পোনা জব্দ করেছে কোস্টগার্ড
রবিবার, ২৪ জুন ২০১৮



---।ভোলাবাণী।। তজুমদ্দিন প্রতিনিধি: তজুমদ্দিন কোস্টগার্ড, মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ঢাকাগামী ফারহান লঞ্চ থেকে ১ হাজার কেজি পাঙ্গাস পোনা জব্দ করেছে। এসব মাছ এতিমখানা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, শনিবার তজুমদ্দিন কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার কামরুল ইসলাম নেতৃত্বে কোস্টগার্ড ও তজুমদ্দিন মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালান। শনিবার হাতিয়া টু ঢাকা রুটে এমভি ফারহান -৩ এবং তাশরিফ -২ লঞ্চের চৌমহনী ঘাট থেকে প্রায় ১ হাজার কেজি পাঙ্গাস পোনা জব্দ করা হয়। পরে এসব পোনা মাছ ধরণীর খাল এলাকায় এনে লিল্লাহ বোডিং, এতিমখানা, ও গরীব অসহায় মানুষের মাঝে বিলি করা হয়।

স্থানীরা জানান, মনপুরা মেঘনা মোহনায় এক ধরনের ছাঁই বা বাঁশের তৈরী ছাঁড় বসিয়ে পাঙ্গাস পোনা বিনাস করে চলছে একটি স্বার্থন্বেষী মহল। এর এক একটি পাঙ্গাস পোনা বড় হলে ১০ থেকে ১৫ হাজার টাকা বিক্রি হয়। যা এখনি ধ্বংস করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:২৬:৫৭   ২৭০ বার পঠিত  |