ভোলার মনপুরায় শিক্ষিকাকে ধর্ষন চেষ্টা ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ॥ ৪৮ ঘন্টার আল্টিমেটাম

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার মনপুরায় শিক্ষিকাকে ধর্ষন চেষ্টা ভোলার মনপুরায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ॥ ৪৮ ঘন্টার আল্টিমেটাম
শুক্রবার, ৬ এপ্রিল ২০১৮



---

বিশেষ প্রতিনিধি ॥ভোলাবাণী।।
ভোলার মনপুরায় স্কুল রুমে শিক্ষিকাকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছে ৩ শতাধিক শিক্ষক-শিক্ষিকারা। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী করেন শিক্ষক নেতারা। এই সময় শিক্ষক নেতারা সেই ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেন। বৃহস্পতিরবার (৫ এপ্রিল) সকাল ১১টায় প্রাথমিক শিক্ষক সমিতির ব্যানারে উপজেলা থেকে মিছিল নিয়ে মনপুরা প্রেসক্লাবে সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনিুষ্ঠত হয়।
মানববন্ধনে ‘এনামের শাস্তি চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামের বিচার চাই’ ‘শিক্ষক নির্যাতনকারী এনামকে গ্রেফতার কর’ ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের নিরাপত্তা চাই’ সংবলিত ব্যানার, প্লেকার্ড নিয়ে মানবন্ধনে অংশগ্রহন করেন শিক্ষকরা।
মানববন্ধনে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম বলেন, ঘটনার ৬ দিন অকিবাহিত হলেও এখন পর্যন্ত অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন। আগামী ৪৮ ঘন্টার মধ্যে প্রশাসন এনাম হাওলাদারকে গ্রেফতার করতে না করলে আরোও কঠিন কর্মসূচী দিবেন তারা।
প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মোঃ রুবেল বলেন, অভিযুক্ত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদারকে গ্রেফতারে প্রশাসনের দৃশ্যমান গতি দেখছিনা। আমরা বাধ্য হয়ে রাস্তা নেমেছি। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ছাত্রলীগ নেতাকে গ্রেফতার না করলে শনিবার শিক্ষক নেতারা আলোচনা করে কঠিন কর্মসূচী ঘোষনা করা হবে।
মানববন্ধনে চর কৃষ্ণ প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ঝর্না আক্তার বলেন, আমাদের বিদ্যালয়ে থেকে জাতি গঠনে শিক্ষার্থীদের পাঠদান করার কথা। কিন্তু বাধ্য হয়ে আজ আমরা রাস্তায়। অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে মনপুরার শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি ফিরিয়ে আনার দাবী করেন প্রশাসনের কাছে।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন মনপুরা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম। তিনিও অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে দ্রুত গ্রেফতারে প্রশাসনকে অনুরোধ করেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল জলিল ভূঁঞা জানান, শিক্ষিকাকে ধর্ষন চেষ্ঠায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে দ্রুত গ্রেফতারে পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছে। আশাকরি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।
এব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন খান জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে গ্রেফতারে পুলিশ সর্বাতœক চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। আশাকরি তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

বাংলাদেশ সময়: ২০:৩৫:০৫   ৩৮৬ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ