বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী
বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮



---।।ভোলাবাণী ডেস্ক ॥সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার মতে, গণতন্ত্রের চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ তার দলের নেতারা।

দশম সংসদের শীতকালীন অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেত্রী এ কথা বলেন।

সমাপনী ভাষণে সংসদে বিরোধী দলের প্রশংসা করলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বিএনপির কঠোর সমালোচনা করেন তিনি। বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘গণতন্ত্রের একটা চর্চা যে সুষ্ঠুভাবে করা যায়, আমাদের বর্তমান বিরোধীদলের নেতাসহ বিরোধীদলীয় নেতারা সেটা করে সেই সহনশীলতা দেখিয়েছেন, গণতন্ত্রের চর্চাটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অন্তত আমাদের এই পার্লামেন্টে খিস্তি খেউর নেই, এখানে নোংরা ভাষা নেই, এখানে সেই হাত পা ছুড়াছুড়ি নাই, চেয়ার ভাঙা নাই, মাইক ভাঙা নাই, ফোল্ডার ভাঙা নাই। এ জন্য আমি বিরোধীদলীয় নেতা ও নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি।’ (আরও আসছে…)

বাংলাদেশ সময়: ১৮:৫৩:৫২   ২৬৮ বার পঠিত  |