মনপুরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » মনপুরায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮



---

মোঃ ছালাহউদ্দিন,মনপুরা (ভোলা)সংবাদদাতা ॥
মনপুরায় যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগ কর্তৃক ভাষা আন্দোলনে শহিদের আত্মারপ্রতি শ্রদ্ধা নিবেদন করে অমর ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। জাতীয় জীবনে আত্মত্যাগের মহিমায় উদ্ভাসিত অবস্মরনীয় ও গৌরবজ্জল এই দিনে মাতৃভাষা বাংলার দাবীতে রাজপথে জীবন উৎসর্গ করেন সালাম,বরকত,রফিক জব্বারসহ অনেকে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে জাতীয় কর্মসূচীর আলোকে উপজেলা প্রশাসন নিমোক্ত কর্মসূচী গ্রহণ করেছেন। সূর্যোদয়ের সাথে সাথে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পন ও আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন,প্রভাত ফেরী মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৮টায় উপজেলা অডিটোরিয়ামে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা,শিশুকিশোরদের চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন ও বাদ যোহর সকল মসজিদ মন্দিরে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত আয়োজন করা হয়েছে। প্রভাত ফেরী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল আজিজ ভূঁঞা,উপজেলা ভাইচ চেয়ারম্যান মোঃ ছালাহউদ্দিন হেলাল,অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক একেএম শাহজাহান,মনপুরা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম,মনোয়ারা বেগম মহিলা কলেজ অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন আহম্মদ,হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন,মনপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম ফিরোজ,উপজেলা আ’লীগ সহসভাপতি তৈয়বুর রহমান ফারুক,সাংগঠনিক সম্পাদক মোঃ বায়েজিদ কামাল,প্রচার সম্পাদক মোঃ ছালাহউদ্দিনসহ সকল দাপ্তরিক প্রধানগন উপস্থিত ছিলেন।

---

এছাড়াও আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আ’লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ,দলীয় ও কালো পতাকা অর্ধনির্মিত উত্তোলন,প্রভাত ফেরী,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন মাধ্যমে জাতীয় কর্মসূচী পালন করেছেন। জাতীয়,দলীয় ও কালো পতাকা আনুষ্ঠানিকভাবে উত্তোলনের সময় উপজেলা আ’লীগ নের্তৃবৃন্দসহ সকল সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা সদরের সকল শিক্ষা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে প্রভাত ফেরী,শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন ও জাতীয় পতাকা অর্ধনির্মিত উত্তোলন করেন।

বাংলাদেশ সময়: ১৭:০৫:৫৫   ১৭৯ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ