ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামীলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামীলীগের গণতন্ত্র রক্ষা দিবস পালন
শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮



--- ।।আদিল হোসেন তপু ।।ভোলাবাণী

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে গণতন্ত্র রক্ষা দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ ভোলা জেলা শাখা।
শুক্রবার বেলা ১১টার দিকে ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে ভোলা শহরে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
র‌্যালিটি জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ সদর উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
র‌্যালি শেষে শহরের কে-জাহান মার্কেটের সামনে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম গোলদার।
এসময় আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ভোলা পৌর আওয়ামী লীগ সভাপতি নাজিবুল্লাহ নজু, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম, স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম, প্রজন্ম লীগ সভাপতি মো. কামাল হোসেন, কৃষক লীগ সভাপতি মো. মামুন প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আবু সায়েম, জেলা ছাত্রলীগ সভাপতি ইব্রাহীম চৌধুরী পাপন, সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদসহ জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের মাধ্যমে এ দেশে গনতন্ত্র পুনরপ্রতিষ্ঠা লাভ করেছে। বিএনপির জোট সরকার এ দিনটিতে ভোট কেন্দ্র জালিয়ে দিয়ে নির্বাচনকে বানচাল করতে চেয়েছিলো। কিন্তু এ দেশের জনগন তা প্রতিহত করে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। তাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আগামী দিনে বিএনপি জোট সরকার যদি এরকম ষড়যন্ত্রে লিপ্ত হয়, তাহলে এদেশের জনগনকে নিয়ে তার উচিত জবাব দেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:২১:১৩   ১৮৫ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
এ কে ফজলুল হককে কেন ‘শেরে বাংলা’ বলা হয়?
জাতীয় পর্যায়ের লোকনৃত্য প্রতিযোগীতায় ভোলার মেয়ে স্বস্তিকার ২য় স্থান অর্জন
ভোলায় ইসতিসকার নামাজ আদায়
চরফ্যাসনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
ভোলায় তীব্র প্রবাহে অস্থির জনজীবন
গ্রাম বাংলার ঐতিহ্য কাচারি ঘর বিলুপ্তির পথে ॥
ভোলা সদর উপজেলা নির্বাচন ২০২৪আপনাদের পবিত্র ভোট ৫ বছরের জন্য ভাল পাত্রে জমা রাখবেন-মোহাম্মদ ইউনুছ
দেশ ভাঙার ষড়যন্ত্রে লিপ্ত কংগ্রেস: নরেন্দ্র মোদি
ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার খালের উপর ব্রিজ নির্মানের দাবী মনপুরাবাসীর ॥

আর্কাইভ