সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭

নীলকমলে মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনকে সমর্থন করে মাঠ থেকে সড়ে গেছেন প্রার্থী হেলাল

প্রথম পাতা » চরফ্যাশন » নীলকমলে মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনকে সমর্থন করে মাঠ থেকে সড়ে গেছেন প্রার্থী হেলাল
সোমবার, ১১ ডিসেম্বর ২০১৭



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
নীলকমল ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য পার্থী মো.গিয়াস উদ্দিনকে সমর্থন জানিয়ে মাঠ থেকে সড়ে গেছেন তার প্রতিদ্বন্ধী প্রার্থী মো.হেলাল উদ্দিন। ফলে নির্বাচনী মাঠে গিয়াস উদ্দিন এখন একক প্রার্থী। আর একারণে নির্বাচনে গিয়াস উদ্দিনের বিজয়  নিশ্চিত বলে জানিয়েছেন ঐ ওয়ার্ডের ভোটাররা। গিয়াস উদ্দিন নীল কমল ৩নং ওয়ার্ডের  মো.খোরশেদ আলমের ছেলে।জানাগেছে সে নীল কমল ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন৷ নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ২৭নভেম্বর এই ওয়ার্ড থেকে তিন প্রার্থী মো.জাহাঙ্গীর আলম ,মো.গিয়াস উদ্দিন ও মো.হেলাল উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন। ২৯ নভেম্বর যাছাই বাছাই শেষে দুই প্রার্থী মো.গিয়াস উদ্দিন ও মো.হেলাল উদ্দিনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন রিটানিং অফিসার ও  উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম। ৭ডিসেম্বর প্রতীক বরাদ্দকালে প্রার্থী গিয়াস উদ্দিনকে পানির কল এবং হেলাল উদ্দিন ফুটবল মার্কা বরাদ্দ দেয়া হয়। নির্বাচনী  প্রচারণার এপর্যায়ে প্রার্থী মো.হেলাল উদ্দিন প্রতিদ্বন্ধী প্রার্থী গিয়াস উদ্দিনকে সমর্থন করে নির্বাচনী মাঠ থেকে সড়ে গেছেন।
হেলাল উদ্দিন মোবাইল ফোনে জানান, আমি নির্বাচন করছি না, ছোট ভাই হিসেবে আমি গিয়াস উদ্দিনকে সমর্থন করেছি।
নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো.রফিকুল ইসলাম বলেন, মনোনয়ন প্রতাহার না করায় নিয়মানুযায়ী নির্বাচনের মাধ্যমে অধিক সংখ্যক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষনা করা হবে।

বাংলাদেশ সময়: ০:২৭:৪৩   ৩১৬ বার পঠিত  |