আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ভোলার ইজতেমা

প্রথম পাতা » ইসলাম ও ধর্ম » আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ভোলার ইজতেমা
রবিবার, ৮ জানুয়ারী ২০১৭



---ভোলা বাণী : আমিন আমিন ধ্বনির মধ্য দিয়ে শেষ হলো ভোলায় আয়োজিত ৩দিনের ইজতেমার কার্যক্রম। শনিবার বেলা ১২টায় অনুষ্ঠিত হওয়া আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার কার্যক্রম সমাপ্ত হয়। প্রায় ২০ মিনিটের এই বিশেষ মোনাজাতে অংশ নেন প্রায় সাড়ে ৩ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান। এসময় দেশ ও বিশ্ব উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়। আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় গোটা ইজতেমা ময়দান। ভোলাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মুসলমানরা দোয়া মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর কাছে পানাহ চান। দেশকে বালা মসিবত হতে মুক্ত করার জন্য আল্লাহর অনুগ্রহ কামনা করেন। ---ইজতেমার শেষ দিন হওয়াতে ভোলার অনাচ কানাচ থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা ছুটে আসেন ইজতেমার ময়দানে। জেলার ৭ উপজেলা ব্যাতিত পার্শ্ববর্তী জেলার ধর্মপ্রাণ মুসল্লীরাও এতে অংশ গ্রহণ করেছেন।

জেলা পর্যায়ে যে ৩২ জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে তারই অংশ হিসেবে ভোলায় বৃহস্পতিবার থেকে ৩দিন ব্যাপী জেলা পর্যায়ের ইজতেমা শুরু হয়। আজ আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো এ ইজতেমা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয়। আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পুরো ময়দানসহ আশপাশের এলাকা। জেলার দৌলতখান উপজেলার জয়নগর ইউনিয়নে ভোলা-চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট সংলগ্ন ময়দানে এ ইজতেমার আয়োজন করা হয়েছিল।--- ইজতেমা এলাকা জুড়ে একসঙ্গে ৩ হাজার মুসল্লির ওজুর ব্যবস্থা, ১৪টি টিউবওয়েল, ৫৫টি শ্যালো টিউবওয়েল, ২ হাজার শৌচাগার, ১৫টি পুকুর, চারটি পুলিশ পর্যবেক্ষণ কক্ষসহ বিভিন্ন স্থাপনা তেরি করা হয়েছিল। ইজতেমা মাঠে দুইটি চিকিৎসা ক্যাম্প স্থাপন এবং ৩ অ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত ছিল। ইজতেমা মাঠে দায়িত্বে থাকা তাবলীগ জামায়াতেন এক মুরুব্বি জানান, প্রায় একশত একর জমির ওপর ইজতেমা ময়দান তৈরি করা হয়। ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে আগত মেহমান এতে অংশগ্রহণ করেছেন।

কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম বারের মত সফল ভাবে ইজতেমার আয়োজন করতে পেরেছেন বলে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ৯:১৮:৩৩   ৪৭২ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ইসলাম ও ধর্ম’র আরও খবর


নারীরা যেভাবে ইতেকাফ করবেন
পবিত্র মাহে রমজানের ৮ সুন্নত
আল্লাহর যেসব হক আদায় করা মুমিনের কর্তব্য
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
আতিথেয়তায় আল্লাহর অনুগ্রহ মিলে যেভাবে
লিবিয়ায় মুসলিম বিজয়ের ইতিহাস
আজ ইসলামী চিন্তাবিদ মাওলানা মোঃ হাবিবউল্লাহ’র ৩য় মৃত্যুবার্ষিকী
কাদের জন্য ওমরাহ , এর ফজিলত ও কবুল হওয়ার শর্ত
ধর্মীয় সম্প্রীতির নতুন ভুবন: আমিরাতে একই কমপ্লেক্সে মসজিদ-গির্জা-সিনাগগ
পবিত্র হজ আজ লাব্বাইক ধ্বনিতে মুখর হবে আরাফাতের ময়দান

আর্কাইভ