বোরহানউদ্দিন স্বরণকালে বিশাল শোভাযাত্রা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বোরহানউদ্দিন স্বরণকালে বিশাল শোভাযাত্রা
শনিবার, ২৫ নভেম্বর ২০১৭



---আবদুল মালেক।।ভোলাবাণী।।বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘ মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তভূর্ক্তি হওয়ায় সারাদেশের ন্যায় বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে স্বরণকালে বিশাল দীর্ঘ লাইনের এ শোভাযাত্রায় নেতৃত্বে দেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। শোভাযাত্রাটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাস স্ট্যান্ড চত্বর গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে বাস স্ট্যান্ড চত্বরে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি আলী আজম মুকুল এমপি। তিনি তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু’র ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজেস্টারে অন্তভূর্ক্তি হওয়ায় আমরা বাঙ্গালি জাতি হিসাবে আজ আমরা গর্বিত। বঙ্গবন্ধু’র ভাষণ কে বুকে লালন করে সামনে দিকে সবাইকে এগিয়ে যেতে হবে। এসময় আরোও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল খান প্রমূখ। এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক জাফরুল্লাহ চৌধুরী, উপজেলা আ’লীগের সভাপতি মো: জসিম উদ্দিন হায়দার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ উল্ল্যাহ, বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস,এম গজনবী, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া প্রমূখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা আ’লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ। এ আনন্দ শোভাযাত্রায় ডাক-ঢোল বাজিয়ে আনন্দ মুখর পরিবেশে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর এবং ভোলা পলিটেকনিক কলেজ, আব্দুল জব্বার কলেজ, মহিলা ডিগ্রা কলেজ, বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, মহিলা মাধ্যমিক বিদ্যালয়, কুতুবা মাধ্যমিক বিদ্যালয়, মানিকা মাধ্যমিক বিদ্যালয় সহ পৌর শহরের আশপাশের ১৯ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০:০২:৩৯   ১৬১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ