বরিশাল পলিটেকনিকে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ; আটক ৯

প্রথম পাতা » প্রধান সংবাদ » বরিশাল পলিটেকনিকে আধিপত্যকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ; আটক ৯
মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭



---

।ভোলাবাণী বিভাগীয় সংবাদ।বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নয়জনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সংঘর্ষে হাসান ও রানা নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ দাবিদার সবুজ ও শান্তর সঙ্গে রাফির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই দুই পক্ষের অনুসারীরা তাদের পক্ষ নিলে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রুপ নেয়।

এ সময় হাসান ও রানা নামে দুই শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে পুলিশ ক্যাম্পাস থেকে নয়জনকে আটক করলে পরিস্থিতি শান্ত হয়।

পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক মো. আজিজ জানান, পরিস্থিতি শান্ত করতে গিয়ে কয়েকজনকে পুলিশ আটক করেছে। তবে তারা কারা, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

কোতোয়ালি মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাশকেল জানান, সকাল থেকে ইনস্টিটিউটে দুই পক্ষ শোডাউন করতে থাকে। দুপুরে অপর পক্ষের দুইজনকে একটি কক্ষে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। সেখান থেকে নয়জনকে আটক করে পুলিশ। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮:৪৩:৩২   ২৭১ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ