সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

চরফ্যাশনে অতিবর্ষনে ভেসে গেছে পাঁচ একর জমির খামারের মাছ, চাষী হতাশায়

প্রথম পাতা » চরফ্যাশন » চরফ্যাশনে অতিবর্ষনে ভেসে গেছে পাঁচ একর জমির খামারের মাছ, চাষী হতাশায়
সোমবার, ২৩ অক্টোবর ২০১৭



---চরফ্যাশন অফিস,ভোলা বানী॥
চরফ্যাশন উপজেলার আবদুল্যাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফজলু ফরাজী বাড়ি সংলগ্ন গনি ব্যাপারীর বৃহৎ দুটি খামারের মাছ প্রবল বর্ষনের পানিতে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে। এতে খামার মালিক গনি বেপারী হতাশ হয়ে পড়েছেন।
খামার মালিক গনি ব্যাপারী বলেন, আমার বাড়ি জিন্নাগড় ইউনিয়নে। আমি পার্শ্ববর্তী আবদুল্যাহপুর ইউনিয়নে জনৈক স্বপন ফরাজির কাছ থেকে পাঁচ একর জমি লগ্নি রেখে নিজের কাছে জমানো টাকা এবং অন্যের নিকট থেকে ধার দেনা করা সব অর্থ দিয়ে খামার সৃজন করে তাতে রুই,কাতাল, মৃগেল, মিনার কাপ ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির প্রায় সাড়ে সাত লাখ টাকার মাছ ছেড়েছি। গত বৃহস্পতি,শুক্র এবং শনিবারের প্রবল বর্ষনে খামার দুটি পানিতে তলিয়ে গিয়ে খামারের বেশীর ভাগ মাছ চলে গেছে। রবিবার জিন্নাগড় ইউপি চেয়ারম্যান মো.হোসেন মিয়া খামার দেখতে এসে আমাকে শান্তনা দিয়ে সহযোগীতার আশ্বাস দিয়েছেন।
গতকাল সরেজমিনে গিয়ে দেখা গেছে ঐ খামার থেকে পার্শ্ববর্তী জমিতে ভেসে যাওয়া মাছ লোক জন হাত জাল দিয়ে ধরছে।

বাংলাদেশ সময়: ২১:৫৫:২৪   ৪৪১ বার পঠিত  |