রবিবার, ২২ অক্টোবর ২০১৭

ভোলার সাত কৃতি সন্তান ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে মনোনিত

প্রথম পাতা » প্রধান সংবাদ » ভোলার সাত কৃতি সন্তান ৩৬ তম বিসিএস পুলিশ ক্যাডারে মনোনিত
রবিবার, ২২ অক্টোবর ২০১৭



---।।ভোলাবাণী ডেক্স ।। ভোলার সাত কৃতি সন্তান ৩৬ তম বিসিএস এ চুড়ান্তভাবে মনোনিত হয়েছেন। সম্প্রতি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কর্তৃক ঘোষিত ৩৬ তম বিসিএস এর চুড়ান্ত ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়। এদের মধ্যে ৪ জন শিক্ষা, ২ জন জন প্রশাসন ও ১ জন পুলিশ ক্যাডারে মনোনিত হয়েছেন। ভোলা থেকে যে সব শিক্ষার্থী চুড়ান্তভাবে মনোনিত হয়েছেন তাদের পরিবার ও এলাকায় আনন্দের বন্যা বইছে।

যে সাত জন শিক্ষার্থী চুড়ান্তভাবে মনোনিত হয়েছেন তাদের মধ্যে একজন হলেন রিফাত সালাহউদ্দিন। তিনি পুলিশ প্রশাসন ক্যাডারে সারা দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। ভোলা সদর উপজেলার হ্যালিপ্যাড রোড এলাকার বাসিন্দা মোঃ সাহাবুদ্দিন ও মিসেস ফরিদা ইয়াসমিনের কনিষ্ঠ সন্তান। রিফাতের বড় দু’বোন শিক্ষকতা পেশায় আছেন। আরেক বোন মাস্টার্স এ অধ্যয়ন করছেন।

রিফাত সালাহউদ্দিন ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ভোলা সরকারী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এরপর তিনি প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ, এমবিএ (একাউন্টিং) বিভাগে ১ম শ্রেণীতে ডিগ্রী লাভ করেন।

রিফাত ছাড়া অন্য যারা ৩৬ তম বিসিএস এ ভোলা থেকে মনোনিত হয়েছেন তারা হলেন- প্রশাসন ক্যাডারে আনোয়ার হোসেন জাহিদ ও জামাল এবং শিক্ষা ক্যাডারে সুমন, শাওন, ফারজানা কাকন ও কামরুন রুবা।

ভোলার এই সাত কৃতি সন্তানের এ অভাবনিয় সাফল্যে ভোলার সংবাদ ডট কম পরিবার ও তাদের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ ভোলার সর্বস্তরের মানুষ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ৮:৪৯:১৯   ৪০২ বার পঠিত  |