প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বিএম কলেজের শিক্ষার্থীকে ক্ষুরের আঘাত; আটক ২

প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বিএম কলেজের শিক্ষার্থীকে ক্ষুরের আঘাত; আটক ২
রবিবার, ১৫ অক্টোবর ২০১৭



---

।ভোলাবাণী বিভাগীয় সংবাদ।প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় বরিশাল বিএম কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী শান্তাকে (১৮) ক্ষুর দিয়ে মুখমণ্ডলে আঘাত করেছে এক বখাটে। ক্ষুরের আঘাতে কপাল থেকে নাক পর্যন্ত জখম হয়েছে। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর রাত ১১ টার দিকে উজিরপুর থানা পুলিশ ধামুরা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে।

শান্তা আগৈলঝাড়া উপজেলার রত্মপুর গ্রামের মৃত মোস্তফা সরদারের মেয়ে। মা নিলুফা বেগম ও চাচা মো. লিটন জানান, বাড়ি ফেরার পথে ধামুরা বাজারের রত্মপুর ভ্যানস্ট্যান্ডে বখাটে আলাল ক্ষুর দিয়ে তার মুখমণ্ডলে আঘাত করে পালিয়ে যায়। ক্ষুরের আঘাতে তার কপাল থেকে নাক অবধি জখম হয়।

চাচা লিটন জানান, বখাটে আলাল বিভিন্ন সময়ে শান্তাকে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তার উপর এ হামলা হয়েছে।

উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ভোলাবাণীকে জানান, মাধ্যমিকে পড়ার সময় উজিরপুর উপজেলার কাংশি গ্রামের বজলুর রহমানের ছেলে আলালের সাথে শান্তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়। তাদের মধ্যে পারিবারিকভাবে বিয়ের কথাও ছিল। কিন্তু শান্তা বিএম কলেজে অনার্সে ভর্তি হওয়ার পরই তাদের সম্পর্কে ছেদ পড়ে। আলালের সন্দেহ ছিল শান্তার সাথে অন্য কারও সম্পর্ক আছে। এই ক্ষোভ ও হতাশা থেকে সে ওই ছাত্রীকে ক্ষুর দিয়ে আঘাত করেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আলালের দুই বন্ধু সৌরভ (২২) ও মিরাজকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। আলালের অবস্থান নিশ্চিত হতে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আলালকে গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে বলেও জানান তিনি।

শের-ই-বাংলা মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সুব্রত পাল জানান, তার মুখমণ্ডলে সেলাই অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে অবস্থা কিছুটা স্থিতিশীল। তাকে মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭:৩৬:৩৭   ১৪৩ বার পঠিত  |




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রধান সংবাদ’র আরও খবর


আজ থেকে সমুদ্রে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা গেছেন
ভোটারদের নানান প্রতিশ্রুতি দিয়ে প্রচার- প্রচারনা শেষ ভোলায় আগামিকাল ভোটের মাঠে লড়াই হবে হাড্ডাহাড্ডি
বীজ পাইনি সার দিয়ে কি করবো ? চরফ্যাশনে কৃষকের প্রশ্ন
তজুমদ্দিনে ঢাকাগামী লঞ্চ থেকে ৩শ কেজি পাঙ্গাসের পোনা আটক ॥
প্রাইম ইউনিভার্সিটি ও ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যে যৌথ চুক্তি স্বাক্ষরিত
ভোলা সদর উপজেলা পরিষদ নির্বাচন ২৪ আপনারা ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন-মোহাম্মদ ইউনুছ
উপজেলা পরিষদ নির্বাচন ২৪ লালমোহনে দোয়াত কলম সমর্থকদের ওপর শালিক সমর্থকদের হামলার অভিযোগ
চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত
ভোলার মেঘনা-তেঁতুলিয়ায় চলছে বাগদার রেণু শিকারের মহোৎসব

আর্কাইভ