শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ

প্রথম পাতা » প্রধান সংবাদ » আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার নামে টাকা আদায়ের অভিযোগ
শনিবার, ১৪ অক্টোবর ২০১৭



---এইচ,আর,চৌধুরী,জাহিদ,ভোলাবাণী ।।ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নে নদী ভাঙ্গুলী, বাস্তুহারা পরিবারকে ত্রানও পুর্নবাসন মন্ত্রণালয়ের আওতায় ২২১ পরিবারকে ঘর দেওয়ার নামে ঘর প্রতি ১০ হাজার টাকা করে আদায়ের অভিযোগ করেছেন সুবিধাভোগীরা। উপজেলা নিবার্হী কর্মকর্তা মনোয়ার হোসেন টাকা আদায় করার কথা শুনেছেন মর্মে স্বীকার করে জানান, আমার কাছে লোকজন মৌখিক অভিযোগ করেছেন, তাদেরকে আমি কোন প্রকার লেনদেন না করার নির্দেশ দিয়েছি। সরজমিন রসুলপুর থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডে নির্মানাধীন আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী বিলকিস, আ. হাই , জয়নব বিবি, মোস্তফা, মো. রাকিব. ডশরিনা বেগম, রুবেল জানান, ঠিকাদারের লোকের মাধ্যমে আমাদের নিকট থেকে ৫- ১০ হাজার টাকা ঘর দেওয়ার নামে নিয়েছেন। ঠিকাদারের প্রতিনিধি মো. ফারুক জানান, বড় বড় নেতা কাজ গুলো পেয়েছেন, টাকা নেওয়ার কথাগুলো আমার সামনে বলুক। আদায়কৃত টাকা কোন খাতে ব্যায় করা হবে এমন প্রশ্নের জবাবে ফারুক জানান, ত্রান ও পুর্ণবাসন অধিদপ্তর টাকা নেওয়ার কোন নির্দেশ দেননি। উপজেলা ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘর প্রতি দেড় লাখ টাকা বরাদ্ধ করে বিনামুল্যে ও জামানত বিহীন ২২১ পরিবারকে আবাসনের বরাদ্ধ করা হয়েছে। যাদের কাছ থেকে ঠিকাদার টাকা নিয়েছে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলে আমরা ঠিকাদারের বিরুদ্ধে ব্যাবস্থা নিব।

বাংলাদেশ সময়: ১৯:০৬:১০   ৫৫০ বার পঠিত  |