বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭

সময় বদলেছে; কন্যাশিশুদের আর বোঝা ভাবার কোনো কারণ নেই- চুমকি

প্রথম পাতা » জাতীয় » সময় বদলেছে; কন্যাশিশুদের আর বোঝা ভাবার কোনো কারণ নেই- চুমকি
বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭



---

।।ভোলাবাণী ডেক্স।। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, সময় বদলেছে। কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। বরং তারা হলো সর্বোত্তম বিনিয়োগ। কারণ তাদের মধ্য থেকেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাব। ছেলেদের চেয়ে মেয়েরাই বাবা-মায়ের বেশি যত্ন নেয়। তাছাড়া কন্যাশিশুরা বড় হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হচ্ছে। সুতরাং এখন কন্যাশিশুদের আর বোঝা ভাবার কোনো কারণ নেই।

বৃহস্পতিবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বাল্যবিবাহ নিরোধ দিবস উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মানববন্ধনে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে প্রতিমন্ত্রী দিবসটি উপলক্ষে এক সাইকেল র‌্যালির উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, বাল্যবিবাহ নারীর ক্ষমতায়নে প্রধানতম অন্তরায়। আমাদের সমাজ কন্যাশিশুদের বোঝা মনে করে। কন্যাশিশুদের পড়াশোনার পেছনে টাকা খরচ করতে চায় না। তারা মনে করে বিয়ে দিতে পারলে বোঝা দূর হয়ে গেল। কন্যাশিশুকে বোঝা মনে করবেন না। তাদের মানুষ করতে পারলে তারাই শ্রেষ্ঠ বিনিয়োগ।

বাংলাদেশ সময়: ১৮:৩১:৫২   ১৪৫ বার পঠিত  |